দুই জন থেকে তিন জন

বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে…

বিল্টুঃ মা, একটা সুখবর আছে।

মাঃ বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল।

বিল্টুঃ এখন থেকে আমরা দুই জন থেকে তিন জন
হয়ে গেছি, মা।

মাঃ এই সুখবরটা এত দেরিতে বললি কেন?
তা ছেলে না মেয়ে হয়েছে রে?

বিল্টুঃ ওসব কিছু না। আমার বউ
আরেকটি বিয়ে করে ফেলেছে, মা!

মা ও ছেলের মধ্যে চ্যাটে কথোপকথন চলছে।

মা: হোমওয়ার্ক শেষ করেছ?
মা: ভাত খেয়ে থালাবাসন ধুয়ে রাখবে কিন্তু।
মা: দরজা-জানালাগুলো বন্ধ করেছ?
মা: জামাকাপড়গুলো ইস্ত্রি করে রাখো।
কাল খুব
সকালে স্কুলে যেতে হবে।
মা: শোন, তোমার বাবা আর আমি ঠিক
করেছি,
তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব।
ছেলে: সত্যি?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মা: না। শুধু নিশ্চিত হলাম, তুমি ওপাশে আছ
কি না। ……..

হেলিকাপ্টার কিনে দাও !!!

২০৫০সাল
আব্বা আমি এস এস সিতে সব বিষয়ে পাশ করেছি
.বাহ!!! খুব ভাল কথা ।
তুমি আমার মুখ বাচিয়েছো তোমাকে কালকেই একটা BMW কিইনা দিবো
আব্বা BMW তো সব পোলাপাইন ই চালায় ।আমাকে বরং একটা হেলিকাপ্টার কিনে দাও

পুরুষের জীবনে সুখ বলতে কিছুই নাই।

একজন পুরুষ জীবনে কখন সব চেয়ে বেশী সুখ অনুভব করে আপনি জানেন কি?



আমি জানতাম আপনি জানবেন
না……
জানবেন কি করে ?




আরে পুরুষের জীবনে সুখ বলতে কিছুই নাই।
ছোট কালে পড়া লেখার জ্বালা,
বড় হলে চাকরির জ্বালা,
আর বিয়ের পর বৌ এর জ্বালা।
কি কন?

এক লোক টেইলর এর কাছে প্যান্ট বানাতে দিছে।

টেইলর প্যান্ট এর মাপ নিলো।
লোকটা বললঃ- ভাই প্যান্ট এ চেইন এর বদলে বোতাম লাগাইয়া দিয়েন !
টেইলরঃ- চেইন দিলে কি প্রবলেম ?
.
.
.
লোকঃ– আমার একটা জ্যাকেট ছিল, আর ঐ জ্যাকেটের চেইন বারবার লাগাতে গিয়া আমার টাই ছিরে গেছে !,