আমি পত্রিকা বিক্রি করি

এক বন্ধু তার আরেক বন্ধুকে বলল,জানিস? আমি না পত্রিকার কাজ করি ।

২য় বন্ধু বলল,কি কাজ করিস? রিপোরটার নাকি ছবি তুলিস?

১ম বন্ধু জবাব দিল,আমি পত্রিকা বিক্রি করি ।

চাকুরিজীবি স্বামীর জন্য একটা ক্যালেন্ডার

স্ত্রী তার চাকুরিজীবি স্বামীর জন্য একটা ক্যালেন্ডার নিয়ে এল, এইটা দেখে স্বামী মুখ ভার করে বলল, এই ক্যালেন্ডার আমি নিব না।

স্ত্রী উত্তর দিল,কেন? তোমার পছন্দ হয়নি?

স্বামী জবাব দিল, যে ক্যলেন্ডারে ছুটি বেশি থাকে, আমি সেই ক্যালেন্ডারটাই নিব ।

গাধা আর রাজা

রাজা গোপাল ভাড় কে প্রশ্ন করল,গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু?

গোপাল রাজা থেকে নিজের দুরত্ব টা মেপে তারপর জবাব দিল,বেশি না ,মাত্র সাড়ে চার হাত ব্যবধান ।

কিপ্টে লোক

এক কিপ্টে লোক ডাক্তার এর কাছে গেল ইউরিন টেস্টের জন্য । টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল তা সাথে নিয়ে বাসাইয় চলে এল,তখন তার স্ত্রী এইটা দেখে অবাক হয়ে বলল,সে কি? তুমি এইটা নিয়ে এলে কেন? লোকের জবাব, ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে,এখন চিনির যে দাম,তাই এইটা সাথে করে নিয়ে এলাম ।

পরের বাসে

এক লোক হন্যে হয়ে এক লোকাল বাসের পেছনে ছুটছে |তাই দেখে বাসের হেলপার বলল,এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন । লোকটা উত্তর দিল,সারা জীবন তো পরের বাসে চড়ে এলাম,নিজের তো আর বাস কোন দিন ছিল
না ।