আবুল আর তার কলেজের নতুন যুবতী ম্যাডাম সোনিয়া একই বাসে করে কলেজ শেষে বাসায় ফিরছিলো। বাসে সিট খালি ছিলো না। বাসের ভিড়ে শামসুর গায়ে ম্যাডামের বুক
বারবার ঘষা খাচ্ছিলো। ম্যাডামও ব্যাপারটিকে পাত্তা দিচ্ছিলো না। আর সহ্য করতে না পেরে আবুল শেষমেষ বলেই ফেললোঃ “ম্যাডাম, আপনার আপেল তো আমার গায়ে লাগছে বারবার!
ম্যাডাম উত্তর দিলোঃ “আপেল তো আমার। তো তোমার সমস্যা কি??” জবাবে আবুল কইলোঃ “আপেল তো আপনার ঠিক আছে, কিন্তু জুস তো আমার বাইর হইতাছে!
Dec 06
আপেল তো আমার
Dec 06
১৫ মার্ক এর জন্য
এক পরীক্ষায় প্রশ্ন আসলো । কিভাবে একটা পিপড়া কে মারতে হয়…? প্রশ্নটা ১৫ মার্ক এর।
এক ছেলে উত্তর লেখছেঃ প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে। পিপড়া সেটা খেয়ে পানি খুজবে চারদিকে। পানির বালতি তে যেয়ে পিপড়া টা পড়ে যাবে,তারপর
সেটা নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে, আগুনের কাছে আগে থেকেই একটা বোম্ব রাখা লাগবে। বোম্ব ফুটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে, তার মুখে অক্সিজেন মাস্ক
দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে।
১৫ মার্ক এর জন্য স্টুডেন্টরা সবইপারে ।
Dec 06
অসম্ভব কে সম্ভব
জলিল ভাই কে একবার বলা হলঃ ভাই , অসম্ভব কে সম্ভব করা তো আপনের জন্য এক ক্লিকের কাজ,একটা কাজ কইরা দিবেন?
কি কাজ?…
আমারে এভারেস্টের মাথায় একটা চা-দোকান বানায়া দ্যান। ম্যালা ঠাণ্ডা তো, মুসা ভাইয়ের কাছে গরম গরম চা বেচুম।
: সরি , এটা বেসম্ভব কাজ, আমি শুধু অসম্ভব কাজগুলোই হ্যান্ডেল করি।
: তাইলে অন্য আরেকটা কাজ কইরা দ্যান, দুই নেত্রীরে সংলাপে বসান পিলিজ…।
জলিল ভাই কিছুক্ষণ খিঁচ মেরে চিন্তা করে বললেনঃ : লাল চা বেচবেন, না দুধ চা?
Dec 05
মেশিন নষ্ট হয়ে গেছে
এক লোক ডাক্তারের কাছে গেছে ?
রোগী:- ডাক্তার সাব আমার প্রসাব হয়না,জ্বালাপোড়া করে | এখন কি করমু?
ডাক্তার:- মেশিন নষ্ট হয়ে গেছে পাল্টাইতে হবে ¡
রোগী:- কি বলেন ডাক্তার সাব! এইডা কেমনে সম্ভব!
ডাক্তার:- আরে যেই মেশিন দিয়া আপনারে টেষ্ট করমু,সেইডা নষ্ট হয়ে গেছে ।