মাল টেনে বেসামাল

এক তরুনী এক অফিসে এসে হাজির । পিয়ন জিজ্ঞাসা করলো
– কাকে চাই?
– তোমাদের ম্যানেজার বাবুকে ?
– তার সঙ্গে তো দেখা হবে না এখন ম্যাডাম
– কেন তিনি অফিসে নেই ?
– তা আছেন । তবে এখন মাল টেনে বেসামাল হয়ে আছেন , কথাবার্তা বলতে পারবে না ।

– তাতে কিছু যায় আসে না । তুমি আমাকে ওর কাছে নিয়ে চল তো , যা বলার আমিই বলবো । অকে কিছু বলতে হবে না ।

দু সপ্তাহ ছুটি

একদিন এক ক্লাক তার এক বন্ধুকে বলল , জানিস কাল থেকে আমার অফিস দু সপ্তাহ ছুটি । বন্ধুটি জানতে চাইল , কি ভাবে ? কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি । তার পরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছেন।

স্পেশাল ট্রেন

দামী পোশাক পরা সম্ভান্ত চেহারায় এক ভদ্রলোক ষ্টেশনের কাছে রেল – লাইনের ধারে দাঁড়ানো দুইজন গ্রাম্য লোক দেখে জিজ্ঞেস করলেন এখন কোন ট্রেন আসবে ?
স্যার এখন মালগাড়ী আইবো একজন জানালো
এরপর কোন গাড়ি আসবে ?
এরপর আইবো একটা লোকাল ট্রেন
কোন স্পেশাল ট্রেন আসবে না ?
ইসপিশায়াল তো স্যার চইলা গেছে কখন । ক্যান আপনে কই যাবেন?

যাবোনা আত্বহত্যা করতে এসেছিলাম । তা হলোনা । বুঝলেন আমার মত লোক তো আর যে সে ট্রেনের নিচে পড়ে আত্বহত্যা করতে পারে না ।

 

আত্বহত্যা

মধ্যেরাতে মই ও হ্যারিকানের হাতে গ্রামের পথে একজন চৌকিদার এত রাত্রে এভাবে কোথায় যাচ্ছেন?

পথিকঃ জীবনের গেন্নাধরে গেছে তাই গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছি।

চৌকিদারঃ সে কি ? তবে হ্যারিকেন কেন?

পথিকঃ বাব্বা যা সাপের উপদ্রব

চৌকিদারঃ আর মইটা

পথিকঃ গাছে উঠে দড়ি খাটানোর জন্য গাছে যে একদম চড়তে পারিনা মশাই । শেষে গিয়ে পড়ে গিয়ে পা ভাংবো।

 

স্ত্রীর নামে বীমা

এক ভদ্রলোক একটা মোটর গাড়ী দুঘটনার একেবারে চুরমার হয়ে গেছে । তিনি তার গাড়ী যেখানে বীমা করেছিলেন সেখানে গিয়ে টাকার দাবী করলেন । কোম্পানীর ম্যানেজার বললেন যে আপনাকে তো টাকা দেয়া হবে না । আপনাকে গাড়ীর বদলে একটা নতুন গাড়ী দেয়া হবে । ভদ্রলোক তো আৎকে ঊঠলেন । আরে আমার স্ত্রীর নামে বীমা করা , সে মরে গেলে কি আপনারা একই ব্যবস্থা করবেন ?