ফাইলের তিনটে করে কপি

একজন সহকারী অফিসে বহু পুরানো ফাইল লাট হয়ে পড়ে থাকতে দেখে সেই অফিসের অফিসার সচিবালায়ে উদ্ধতন কতৃপক্ষের কাছে নোট পাঠালেন ফাইল গুলো মিছে মিছে জায়গা জোড় করে আছে এগুলো পুরানো কাগজের দরে বেচে দেয়া যেতে পারে কি ?

সচিবালয় থেকে নোট এলো বেচে দিতে পারেন , তবে তার আগে প্রতোকটা ফাইলের তিনটে করে কপি করিয়ে রাখবেন।

 

দুঃখিত সুভাষ আফিসে নেই

বড় বাবু টেলিফোন ধরে শুনলেন , অন্য দিক খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন – মাফ করবেন আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?
কে বলেছেন ?- বড় বাবু জিজ্ঞেস করলেন
আমি ওর ঠাকুদা বলছি – জবাব এলো
বড় বাবু এবার গম্ভীর ভাবে বললেন- দুঃখিত সুভাষ আফিসে নেই । সে আপনাকে পোড়াতে গিয়েছে।

 

মাল টেনে বেসামাল

এক তরুনী এক অফিসে এসে হাজির । পিয়ন জিজ্ঞাসা করলো
– কাকে চাই?
– তোমাদের ম্যানেজার বাবুকে ?
– তার সঙ্গে তো দেখা হবে না এখন ম্যাডাম
– কেন তিনি অফিসে নেই ?
– তা আছেন । তবে এখন মাল টেনে বেসামাল হয়ে আছেন , কথাবার্তা বলতে পারবে না ।

– তাতে কিছু যায় আসে না । তুমি আমাকে ওর কাছে নিয়ে চল তো , যা বলার আমিই বলবো । অকে কিছু বলতে হবে না ।

দু সপ্তাহ ছুটি

একদিন এক ক্লাক তার এক বন্ধুকে বলল , জানিস কাল থেকে আমার অফিস দু সপ্তাহ ছুটি । বন্ধুটি জানতে চাইল , কি ভাবে ? কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি । তার পরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছেন।

স্পেশাল ট্রেন

দামী পোশাক পরা সম্ভান্ত চেহারায় এক ভদ্রলোক ষ্টেশনের কাছে রেল – লাইনের ধারে দাঁড়ানো দুইজন গ্রাম্য লোক দেখে জিজ্ঞেস করলেন এখন কোন ট্রেন আসবে ?
স্যার এখন মালগাড়ী আইবো একজন জানালো
এরপর কোন গাড়ি আসবে ?
এরপর আইবো একটা লোকাল ট্রেন
কোন স্পেশাল ট্রেন আসবে না ?
ইসপিশায়াল তো স্যার চইলা গেছে কখন । ক্যান আপনে কই যাবেন?

যাবোনা আত্বহত্যা করতে এসেছিলাম । তা হলোনা । বুঝলেন আমার মত লোক তো আর যে সে ট্রেনের নিচে পড়ে আত্বহত্যা করতে পারে না ।