নেপেলিয়েন সম্রাট হয়ে বসেছিলেন

একটা ছেলে বড্ড পড়া চুরি করত । ক্লাস টিচার একদিন অতিষ্ট হয়ে তাকে বলল দাঁড়াও

ছেলেটি দাঁড়িয়ে গেল

তোমার বয়স কত ?

বার বছর।

বার বছর ? তোমার লজ্জা করা উচিত । কারন এ বয়সে নেপেলিয়ন অত্যন্ত কৃতিত্বের সাথে ক্লাশ ফোর পাশ করেছেন । এ কথা শুনে ছেলেটি চট করে বললো তাহলে আপনার তো লজ্জা করা  উচিত যে আপনার মত বয়সে নেপেলিয়েন সম্রাট হয়ে বসেছিলেন।

চুমু দিলে মার

খালাম্মা বাচ্চা ভাগ্নেকে – এস খোকন , এস লক্ষীটি একটা চুমু দিয়ে যাও

খোকন- না , চুমু দিলে তুমি আমায় মারবে ।

খালা- কবে তোকে চুমু দেওয়ার সময় চড় মারলাম, খোকন ।
খোকন- আহা আমাকে মারনি তবে একটু আগে ঘরের মধ্যে বাবাকে তো মেরেছ আমি দরজার ফাক দিয়ে দেখতে পেলাম

দিদিমনিকে চুমু দিয়েছেন

স্কুল ইসপেক্টর এক শিক্ষাথীকে বললেন আচ্ছা আপনি ছেলেদের অবজারভেশান সন্বন্ধে তামিল দেন তো?

ঃ জি হ্যাঁ

ঃ দেখি ছেলেদের একটু পরীক্ষা করে ।আচ্ছা ছেলেরা তোমরা চোখ বন্ধ করত। তারপর ইনসপেক্টর মুখে একটু শব্দ করে এবং বললেন আচ্ছা ছোকরা বলত আমি কি করলাম

একটা ছেলে পেছন থেকে মুখ জবাড়িয়ে বলে ওঠে আপনি দিদিমনিকে চুমু দিয়েছেন

তিমি মাছ

একজন ভদ্রমহিলা তার মেয়েকে ধমকে বলে উঠলেন – দেখ রুবি নিজের দুবলতা বাইরে প্রকাশ করতে নেই । যেমন কি ধর খেয়েছিস পোনা কেউ জিজ্ঞেস করলে বলবি রুই কাতলা কোর্মা । বড় বড় মাছের নাম বলবি । রুবি ঘাড় নাড়িয়ে সন্মতি দিলেন

একদিন ভদ্র মহিলা জিজ্ঞেস করলেন তোমার মা আজ কি রান্না করেছেন ? রুবি নিসংকচে জবাব দেয় – তিমি মাছ।

সাবধান আর নিচে নামিস না

এক শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন – এমন জিনেসের নাম বল তো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হয় ।

ছাত্র- চুল

শিক্ষক – কিভাবে ?

ছাত্র- মাথায় আমরা বলি চুল , চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোটের উপরে থাকলে বলি গোফ , গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি । বুকে থাকলে বলি লোম এবং ……

শিক্ষক- সাবধান আর নিচে নামিস না ।