মরা পাখি উড়ে

মামা দেশের সেরা তিনজন শিকারির মাঝে নিজেকে একজন মনে করেন । একদিন ভাগ্নেকে নিয়ে মামা শিকারে গেলেন | একটি পাখি উড়ে যেতে দেখে ভাগ্নে বলল, মামা ঐ পাখিটি শিকার করো ।

মামা তার সকল প্রতিভা লাগিয়ে পাখিটার দিকে গুলি মারলো  কিন্তু নিরবে উড়ে গেল ।

ভাগ্নে বলল, মামা তোমার মতো শিকারি এটা মারতে পারলে না?

মামা বলল, ভাগ্নে আমি এখনোও বুঝতে পারছি না, মরা পাখি কিভাবে উড়ে !!

বাংলাদেশি এবং আমেরিকান

এক আমেরিকান এক বাংলাদেশি লোককে তার দেশে ডেকে নিয়ে ৪০ ফুট গরত কোরে এক টুকরা তার বের কোরে বলল দেখ আমাদের দেশ এ ৪০০ বছর আগে কেবল নেটওয়াক ছিল। তখন বাংলাদেশি তাকে বাংলাদেশে ডেকে ৪০ ফুট গরত কোরে বলল দেখ কিছু দেখতে পাও? আমেরিকান বলল না। তখন বাংলাদেশি তাকে বলল ৪০০ বছর আগে আমাদের দেশে ওয়ারলেস নেটওয়াক ছিল।

কেন নাঁভির নিচে পরি

এক ভদ্রলোক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছে।বন্ধু বাড়িতে নেই তাই বন্ধুর ৬বছরের ছেলের সাথে পড়াশোনা নিয়ে গল্প করছে।

বন্ধু: বাবু তুমি কি পড়?
বাবু: হাফ প্যান্ট পরি।
বন্ধু: না মানে কোথায় পড়?
বাবু: কেন নাঁভির নিচে পরি।

রক্ত কিস্তিতে শোধ দেব

১টি ছেলে ও ১টি মেয়ের মাঝে গভীর প্রেম ছিল। ছেলেটি একবার হাত কেটে রক্ত দিয়ে মেয়েটিকে চিঠি লিখেছিল। কিছুদিন পর তাদের ভালবাসা নষ্ট হল। তো যার কাছে যার দেনা পাওনা ছিল মিটিয়ে নিচ্ছিল।

সব শেষে ছেলেটি বললো আমার রক্ত ফেরত দে, মেয়েটি সাথে সাথে তার সালোয়ারের নিচ থেকে ১টা ন্যাপকিন বের করে ছেলেটির হাতে দিয়ে বললো নে শালা তোর রক্ত কিস্তিতে শোধ দেব!!!

দেখ মা মাথা ঠিক নেই

এক লোক আফিস থেকে সন্ধায় বাড়ি ফেরার সাথে সাথে তার ছোট ছেলেটি লোকটির হাত ধরে টান দিয়ে বলল বাবা আমার জন্য চকলেট এনেছ, লোকটি মাত্র আফিস থেকে এসেছে মাথা এমনিতেই গরম-রাগের চোটে লোকটি ছেলেকে বলল সর শালার পো শালা।

লোকটির স্ত্রী রান্না করছিল, এই কথা শুনতে পেয়ে সে রান্না ঘর থেকে এসে স্বামীকে বলল একি তুমি নিজের ছেলেকে শালার পো শালা বলে গালি দিলে। ছেলেকে কউ শালা বলে।

স্ত্রীর কথা শুনে স্বামী স্ত্রী বলল দেখ মা মাথা ঠিক নেই!!!