ধরা যাক, ১টা বিদেশী ফিল্ম বাংলাতে রিমেক করা হচ্ছে । ১টা সিনে দেখা যাবে যে, নায়িকা নায়ক কে জুতা-পেটা করছে । নির্মাতারা ভাবতে লাগলেন সিন টাকে কিভাবে বাস্তব করে তোলা যায় । অনেক ভেবে-চিন্তে তারা আগের সিনে নায়ক-নায়িকার বিয়ে দিয়ে দিলেন ।
Nov 16
জিব-বৈচিত্র
৩। বায়োলজিতে পড়াশুনা করেছে এমন একজন লোক প্রাইমারি বিদ্যালয়ে চাকরি পেল । নতুন টীচার পেয়ে পিচ্চিরা তাকে সমানে ভ্যাংচাতে লাগল । ছাত্র-ছাত্রীদের একেকজনের জ়িহবা একেক রকমের, তাদের দিকে চেয়ে লোক টি কি দেখতে পেলেন?
উত্তরঃ জিব-বৈচিত্র।
Nov 16
বিজ্ঞাপনী কৌশল
৪। ১টা মাল্টি-ন্যাশনাল কম্পানী ছেলেদের জন্য তাদের নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছাড়বে । কিন্তু তারা বুঝতে পারছিল না তাদের Billboard শহরের কোন জায়গায় লাগালে তা রূপ-সচেতন ছেলেদের চোখে পড়বে । অনেক চিন্তা-ভাবনার পর তারা বড়-বড় শহরের Girlschool গুলোর সামনে সেগুলো লাগিয়ে দিলো ।
Nov 16
আজব যন্ত্র
২। ১টা যন্ত্র world এর যেকোন স্থানে অল্প সময় এ পৌছাবে । যন্ত্রটি তৈরি করার পর Testrun এর জন্য ১জন বিজ্ঞানী তাতে চড়ে বসলেন । যন্ত্রটি ঠান্ডা জায়গায় উষ্ণ পরিবেশ আর উষ্ণ জায়গায় ঠান্ডা পরিবশ তৈরি করত । এক ঠান্ডা অঞ্চলে পৌছানর পর তিনি ঘামতে লাগলেন । আর সেই জায়গাটি ছিল বুনোদের এলাকা । সেখানে নামার পর তিনি বললেন, উফ! গরমে একেবারে সিদ্ধ হয়ে গেলাম । এইকথা শুনে অখানে জারা একটু ভালো ছিল তারা খুব খুশি হল, কেননা তারা একজন সিদ্ধ-পুরুষ এর খোজ পেয়েছে ।
Nov 16
কেমিক্যাল জীবনযাত্রা
১। একজন লোক নিজের বাড়ীর তিন তলার বারান্দায় বসে নিবিষ্টমনে খবরের কাগজ পড়ছিলেন । তার ছেলেরা বাড়ির একদম নিচতলার উঠানে খেলা-ধূলা করছিল । হঠাত তাদের মাঝে তুমুল মারামারি লেগে গেল । খবর পড়ার সময় আচমকা বাধা পাবার কারনে তিনি খিপ্ত হয়ে ছেলেদের মার লাগাতে নিচে নামলেন । তার এই কাজটাকে রাসায়নিক ভাবে কিভাবে প্রকাশ করা যাবে ? উত্তরঃ তিনি অধঃক্ষিপ্ত হলেন ।