১০০ ডলার পুরষ্কার।

এক পার্টিতে এক ধনী লোকের টাকা ভর্তি মানিব্যাগ হারিয়ে গেছে। তখন পার্টির লোকজন মাইকে  ঘোষনা দিল যিনি মানিব্যাগটি খুজে দিবেন তাকে মানিব্যাগের মালিক ১০০ ডলার পুরষ্কার দিবেন। এ সময় আরেকটি গলা শোনা গেল পেছন  থেকে

রেপ করার যন্ত্র

এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট ছাপার যন্ত্র পাওয়া গেল।তাকে গ্রেপ্তার করা হল।

লোকটি পুলিশের উদ্দেশে বলল, আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার কাছে তো কোনো জাল নোট পান নি।

তাতে কী? জাল নোট ছাপার যন্ত্র তো পেয়েছি।

সে ক্ষেত্রে আপনি আমাকে রেপ করার জন্য গ্রেপ্তার করুন।

কেন, আপনি কাঊকে রেপ করেছেন?

না, কিন্তু রেপ করার যন্ত্র তো আছে!

সাহস পেলাম না।

জাজঃ আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুড়ে মারলেন?

স্বামীঃ জি।

জাজঃ তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুড়ে মারলেন আপনার দিকে?

স্বামীঃ  জি।

জাজঃ তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?

স্বামীঃ  যখন দেখলাম তারা দুজনেই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে তখন আর সাহস পেলাম না।

অ্যালফেবেটিক্যাল অর্ডারে

টাইটানিক ডুবে যাওয়ার পর মৃতদের তালিকা পেপারে ছাপা হলো । এক লোক সেটা পড়ে অবাক হয়ে ভাবলো–“এরা সবাই অ্যালফেবেটিক্যাল অর্ডারে মারা গেলো কীভাবে?”

জামা আটকে গেছে

ক্লাস চলেছে। এক ছাত্র পেসাব করতে বাইরে গেলো। ফিরে আসার সময় সে নিচু হয়ে রুমে ঢুকছে দেখে স্যার জিজ্জাস করলো, কিরে তোর কি হয়েছে?
ছাত্র বলল, স্যার আমি মাথা সোজা করতে পারছি না।
স্যার অবাক হয়ে গেলেন। ছেলেটা বাথরুমে গেল ভাল কিন্তু বাথরুম থেকে এসে সোজা হতে পারছে না। স্যার খুব চিন্তায় পরে গেলেন।

স্যার কি করবে বুঝতে না পেরে ছাত্রটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলো।
ডাক্তার অনেকক্ষন দেখে বললেনঃ আরে, এ দেখি তার শার্টের বোতাম প্যান্টে লাগিয়ে ফেলছে।