দশটা না পাঁচটা না একট বৌ চাই

” ডিয়ার আম্মা,
অনেক হইয়াছে এইবার আমাকে বিয়া করিবার
অনুমতি দাও। তোমার
কষ্ট করিয়া আমার বৌ খুঁজিতেহইবে না। আমিই
তোমার লাইগ্যা
একটা ফুটফুটে বউ আমদানি করিব।
১৯ বছর বয়সের জন্য
অপেক্ষা করিয়া লাইফের বারোটা বাজাতে পারুম না।
কোলবালিশের লগেও আর পীরিত করিতে পারুম না।
আমার বৌ চাই!! দশটা না পাঁচটা না একট বৌ চাই
গো আম্মাজান!!
অতত্রব, আমি আশা করিব তুমি তোমার পুত্রের
মনোবাসনা পুরণের
নিমিত্তে গ্রিন সিগন্যাল প্রদান করিয়া পুত্রবধুর মুখ
দর্শন করিবার প্রত্যয় ব্যক্ত করিয়া আমাকে কুমার
ঘুচাইয়া দিবা ।
ইতি
তোমার হতভাগা ছেলে x

মেয়েটা কানে কম শোনে

রণন আর নাছের দুই বন্ধুতে কথা হচ্ছে। রণন:
বুঝলি নাছের, সুলেখাকে আমি ভালোবাসতাম,
কিন্তু এখন আর বাসি না। নাছের: কেন? রণন:
মেয়েটা কানে কম শোনে। নাছের:
কী করে বুঝলি? রণন: আমি ওকে বললাম,
আমি তোমাকে ভালোবাসি। আর ও বলল, আমার
পায়ের স্যান্ডেলটা নতুন!

পরীক্ষার ফি মাফ

::পরীক্ষার ফি মাফ করার জন্য লেখা দরখাস্ত::

জনাব,
কথা হইতাছে গিয়া বাপে আমারে ৫০০ টাকা দিছিল ফিস দেওয়ার লাইগা।

১০০ টাকা দিয়া সিনেমা দেখছি,
১৫০ টাকা দিয়া ক্যান্টিনে পার্টি দিছি,
৫০ টাকা আমার নতুন জান পাখির মোবাইলে ফ্লেক্সি পাঠাইছি,
আর ২০০ টাকা বাজিতে হাইরা গেছি… ইংরেজি ম্যাডামের লগে সমাজ স্যারের ইটিশ-পিটিশ চলতাছে, এই লইয়া বাজি ধরছিলাম। কিন্তু ম্যাডামের লগে ইটিশ-পিটিশ তো চলতাছে আপনার।

এখন আপনার কাছে দুইটা রাস্তা খোলা: ফিস মাফ; নাইলে পর্দা ফাঁস!!!

আপনার একান্ত অবাধ্যগত ছাত্র,
বল্টু

টিভি রিমুট চুরি

ভ্যবলা দাঃআরে মেজাজ খুব খারাপ
বন্ধুঃকেনোও
ভ্যবলা দাঃআর বলিস না ৪ দিন আগে চোর আমার টিভি রিমুট চুরি করেনিয়ে গেছে
বন্ধুঃতাতে কি হয়েছে?আর একটা কিনে নে
ভ্যবলা দাঃকিনেছি
বন্ধুঃতো ??
ভ্যবলা দাঃ আর বলিশ না চোর তো প্রতি রাতে তো টিভি দেখার সময় জানালা দিয়ে চ্যানেল চেঞ্জ করে দিয়ে যায়

হাত বাড়িয়ে টিপে বাবলু

হাবলু আর বাবলু, দুই ভাই
একটা আমগাছে ঢিল ছুড়ছিল।
হাবলু: ভাইয়া,এতক্ষণ ঢিল ছুড়ছি, তবু
এমটা পরছেনা। আমার মনে হয়
আমটা এখনো কাঁচা।
বাবলু: হুম ! বৃথা কষ্ট করে কি লাভ? তুই
এক কাজ কর তো, গাছ
বেয়ে অপরে উঠে যা।
হাবলু অনেক কষ্টে গাছের অপরে উঠল।
হাত বাড়িয়ে আমটা টিপে বাবলু
কে জানাল, “ভাইয়া, আমটা পাকা !
বাবলু: গুড ! জলদি নীচে নেমে আয়। দুই
ভাই মিলে ঢিল ছুরে আমটা পারতে খুব
বেশি দেরি হবে না !