একটা ডাকাত ব্যাংকে ঢুকে ব্যাংক
ডাকাতি করল…!!!
তারপর পাশের একটা মহিলাকে বলল:
আপনি কি আমাকে ব্যাংক
ডাকাতি করতে দেখেছেন?
মহিলা: হ্যা…
ডাকাতটা মহিলাকে গুলি করে মেরে ফেলল!!!!
তারপর পাশের একটা লোককে বলল:
আপনি কি আমাকে ব্যাংক
ডাকাতি করতে দেখেছেন?
লোকটি: না, কিন্তু আমার স্ত্রী দেখেছে !!
মোরাল: যখন সুযোগ আসে কাজে লাগান!!
Jun 10
সুযোগ আসে কাজে লাগান
Jun 10
এবার লও ঠেলা
পিচ্চি মেয়েঃ মাম্মি তুমি আমাকে মিথ্যা কথা
মাঃ কি বলেছি???
মেয়েঃ তুমি বলেছিলে যে, আমার ছোট বোন-
টা নাকি একটা পরী!!!!!
মাঃ হ্যাঁ, সে তো পরী-ই।
মেয়েঃ তাহলে একটু আগে আমি যখন ওকে ছাদ
থেকে নীচে ফেলে দিলাম তখন সে উড়ল না কেন??
Jun 10
বাবা আর ছেলের কথোপকথন
বাবাঃ আমার জন্য একটা ড্রিঙ্কস
নিয়ে আসো তো দোকান থেকে ।
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ ঠাণ্ডা অফকোর্স !
ছেলেঃ বাবা পেপ্সি নাকি কোক ?
বাবাঃ পেপ্সি ছেলেঃ বাবা বোতলের নাকি টিনের ?
বাবাঃ বোতলের ,
ছেলেঃ বড় বোতল নাকি ছোট বোতল ?
বাবাঃ ছোট বোতল ,
ছেলেঃ আচ্ছা বাবা নরমাল নাই ডায়েট ?
বাবাঃ ধুরু , লাগবে না যা পানি নিয়ে আস একটা ,
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ অফকোর্স ঠাণ্ডা ,
ছেলেঃ বাবা খাওয়ার পানি নাকি ইয়ুজ করার
জন্য ?
বাবাঃ মাইর খাবি এখন !!
ছেলেঃ বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে ?
বাবাঃ বেশি কথা বলস , যা ভাগ
সামনে থেকে ,
ছেলেঃ বাবা দৌড় দিয়ে ভাগব
না হেটে হেটে ?
বাবাঃ বেয়াদব , দিন দিন জানোয়ার হইতাসস !
ছেলেঃ কোন জানোয়ার ? কুত্তা নাকি বিলাই ?
বাবাঃ আমি এখন তোরে জবাই করবো ,
যা বলসি !!
ছেলেঃ বাবা চাকু দিয়ে নাকি বটি দিয়ে ?
বাবাঃ বটি দিয়ে !!
ছেলেঃ টুকরা টুকরা নাকি বড় বড় পিস ?
বাবাঃ হারামি তুই যাবি ??
ছেলেঃ বাবা একলা যাব নাকি তোমার
সাথে যাব ?
বাবাঃ তোর উপর থাডা পরুক !
ছেলেঃ বাবা ভুমিকম্প নাকি বজ্রপাত ?
বাবাঃ ওহ খোদা আমার হার্ট এ পেইন হচ্ছে !
ছেলেঃ বাবা হসপিটাল এ নিয়ে যাব
নাকি ডক্টর ডাকব ??
বাবাঃ পানি দে আমাকে
ছেলেঃ বাবা ঠাণ্ডা নাকি গরম ?
বাবাঃ নরমাল
ছেলেঃ বাবা খাবে নাকি ইয়ুজ করবে ??
………
আর লিখতে পারলাম না… লিখলেই বাপটা মরে যাবে
Jun 08
চরম পাতলা
ডাক্তার আর রোগীর কথপথন-
-ডাক্তার সাহেব, আমার পাতলা পায়খানা…
-কেমন পাতলা?
-ভালই পাতলা?
-ভালই কেমন?
-খুব পাতলা
-খুব কেমন?
-চরম পাতলা
-চরম কেমন?
-মারাত্মক পাতলা
মহা বিরক্ত ডাক্তার
-আরে মিয়া কেমন পাতলা বলতে আপনার কি লজ্জা করছে?
ডাক্তারকে বোঝাতে না পেরে রোগী-
-এই ধরেন, মুখে নিয়া কুলি করতে পারবেন!
Jun 08
গ্যাসে এখনো আওয়াজ
হাবলুঃ “ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক
সমস্যা।কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের
গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না।
এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি;
কিন্তু কেউ টের ই পায় নি”
ডাক্তারঃ “এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন”
এক সপ্তাহ পর
হাবলুঃ “এ কি ওষুধ দিলেন ডাক্তার
সাহেব,আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু
জঘন্য গন্ধ বের হয়!”
ডাক্তারঃ “গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে;এখন আপনার কানের
চিকিৎসা করতে হবে”