সাদ্দাম, লাদেন ও বুশের বিচার

একদিন সাদ্দাম, লাদেন ও বুশের বিচার চলছিল।
তাদের শাস্তি হলো ২০ করে বেত্রাঘাত।
বিচারক প্রথমে বুশকে বললেন শাস্তির আগে তোমার শেষ ইচ্ছা কি?
বুশ বলল আমার পিঠে একটি বালিশ বাধা হোক।
বুশের পিঠে বালিশ বাধা হল। ১০ বারি দেওয়ার পর বালিশ গেলফেটে। বহুকষ্টে বুশ বাকি বেত্রাঘাত সইল।
এরপর লাদেন কে বলল তোমার শেষ ইচ্ছা কি?
লাদেন বলল আমার পিঠে দুইটা বালিশ বাধা হোক।
তো লাদেন কে কোন আঘাত সইতে হল না।
অবশেষে সাদ্দামকে বলা হলো শেষ ইচ্ছা কি??
সাদ্দাম বলল, আমার পিঠে বুশকে বাধা হোক!

সত্যি ভালোবাসি

প্রেমিকঃ তুমি আমাকে খুব ভালোবাস, তাই না।
প্রেমিকঃ হ্যাঁ। সত্যি ভালোবাসি!
প্রেমিকাঃ সত্যি?
প্রেমিকঃ সত্যি!
প্রেমিকাঃ সত্যি?
প্রেমিকঃ (রাগান্বিত হয়ে) সত্যি নয় তো কী? বিশ্বাস না হলে মলি, পলি, জুলিকে জিজ্ঞেস করে দেখো। ওদেরকেও আমি একই কথা বলেছি।
প্রেমিকাঃ যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয়। তবে তোমার খাবারে আমি বিষ মিশিয়ে দেব।
প্রেমিকঃ আর সত্যিই যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় আমি এই বিষ মেশানো খাবার নিশ্চিন্তমনে খেয়ে নেব!

১৮+

এখন একটা ১৮+ ষ্ট্যাটাস দিব। বাচ্চারা দূরে থাকো…

.
.
.

.
.
.

++++++++++++++++++

[সত্যি কথা ১৮টা প্লাস আছে, কমও নেই, বেশিও নেই]

এ জন্যই আবুল

আবুল রাতের বেলা বাড়ি ফিরছে। রাস্তায় একটা ঢাকনা ছাড়া ম্যানহোল ছিল।
অন্ধকারে দেখতে না পাওয়ায় আবুল সেই ম্যানহোলে পড়ে গেল।
তারপর বেশ অনেকক্ষণ চেষ্টা করে আবুল নোংরা মাখা গায়ে উপরে উঠে এলো।
উপরে এসে নিজেই নিজেকে বলল ভাগ্যিস, ঢাকনাটা খোলা ছিল বলে উঠতে পারলাম।
নাহলে তো সারারাতই ম্যানহোলের ভেতরে কাটাতে হতো ।

বানরের চর

এক ব্যাক্তি গ্রামে গ্রামে ঝুড়িতে করে টুপি বিক্রি করত।
একদিন সেই ব্যক্তি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসল এবং তার ঝুড়িটি গাছের নিচে রেখে পানির সন্ধানে বেড়িয়ে গেল।
কিছুক্ষণ পর লোকটি ফিরে এসে দেখল যে তার সব টুপি গুলো গাছে অবস্থানরত কিছু বানর পড়ে বসে আছে।
তখন লোকটির হঠাত্ মনে পড়ল যে অনেক দিন আগে তার বাবা তাকে এ সম্পর্কে একটি গল্প বলেছিলেন।
তাই গল্পের মতো লোকটি ও তার টুপি গুলো বানরের কাছ থেকে উদ্ধার করার জন্য তার নিজের মাথার টুপি বানরদের কে উদ্দেশ্য করে ছুরে মারল।
কিন্তু এ কী কান্ড ?? সব বানর গুলোর মধ্যে মাত্র একটি বানর নিচে নেমে এলো এবং সাথে সাথে লোকটির গালে চর মারল এবং বলল “ওরে বেকুব তোর বাপেই কী শুধু তোদের গল্প শোনায়?? আমাদের বাপেরা কী শোনায় না নাকি!