What an idea

২টা অতি উচ্চমানের ভদ্র ছাত্র গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল।
১জন জিজ্ঞেস করলো “কয়টা বাজেরে?”
আরেকজন একটা পাথর নিয়ে প্রতিবেশীর টিনের চালে মারল। সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল…”হারামির দল রাত ৩টা বাজে…এখনো ঘুমাসনি ?:
What an idea!

গান্ধীজী’র চুল

বল্টুঃ ম্যাম! গান্ধীজী’র মাথায় চুল ছিলনা কেন??
ম্যামঃ কারণ উনি সবসময় সত্যি কথা বলতেন, মিথ্যা বলতেন না!
বল্টুঃ ও!তাইতো বলি…মেয়েদের মাথায় এতো চুল কেন!

আমি মা হতে চলেছি

মেয়ে : আমি মা হতে চলেছি,
মা : হারামজাদি, কোথায় গেছিলি বংশের মুখ কালো করার জন্য ? কার পাপ পেটে করে নিয়ে আসছস?? পড়ালেখার বয়সে কার সাথে আয়েস করে তোর বাপের মুখ উজ্জ্বল করছস??
কার সাথে মাস্তি করে এই পাপ ঘরে নিয়ে আসছস? বল তাড়াতাড়ি, নইলে সিমেন্টের সাথে দেয়ালে একেবারে প্যাকেট করে রেখে দেব!
মেয়ে(কাঁদতে কাঁদতে) : স্কুলের একটা নাটকে “মা”-এর অভিনয় করতে চলেছি আমি।

সন্ধি কাকে বলে

শিক্ষকঃ বল্টু, বল সন্ধি কাকে বলে???
বল্টুঃ স্যার, প্রথমটুকু পারি না, শেষেরটুকু পারি।
শিক্ষকঃ মনে মনে বলছেন (বল্টুর মতন খারাপ ছাত্র সন্ধি শেষের টুকু পারলেও ভাল) তাই তিনি বললেন বল শেষেরটুকুই বল।

বল্টুঃ স্যার, শেষেরটুকু হল..তাকে সন্ধি বলে ।

মশা কয় প্রকার

মশা কয় প্রকার? একদিন একজন শিক্ষক ছাত্রকে পড়া জিজ্ঞেস করলেন-
শিক্ষকঃ বলোতো মশা কয় প্রকার?
ছাত্রঃ মশা আট প্রকার। …
শিক্ষকঃ মশা আবার আট প্রকার হয় কিভাবে ?
ছাত্রঃ ১. যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে।
২. যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
৩. যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদী মশাবলে।
৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগসন্ধানী মশা বলে।
৫. যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে।
৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে।
৭. যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে।
৮. যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খমশা বলে।