এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’
: না।
তাহলে এই গাড়িগুলো এখানে কেন?
: যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।
Jan 18
জিজ্ঞেস করেনি
Jan 18
আমি ঘরজামাই
আবুলকে কাঁদতে দেখে, পল্টু এগিয়ে গিয়ে বললো ‘কি কাঁদছিস কেনো?
আবুল: বৌ এর দুঃখে!
পল্টু: কেন? কি হয়েছে?
আবুল: জানো, পল্টু আমার বৌ এর না অনেক দুঃখ। সে না আমার উপর রাগ করে বাপের বাড়ি যেতে পারে না।
পল্টু: কেন পারে না?
আবুল: আমি ঘরজামাই।
Jan 18
low battery
মেয়ে : আমার মোবাইলটা বেশিরভাগ সময় আম্মুর হাতে থাকে।
ছেলে : তাহলেতো বিপদ যদি ধরা পরে যাই?
মেয়ে : চিন্তা করনা আমি তো নাম low battery নামে সেভ করে রাখছি, তুমি কল করলেই আম্মু আমার কাছে ফোন চার্জ দিতে বলে।
Jan 18
ঘাসগুলোও বেশ বড়
করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
করিম সাহেবঃ কী ব্যাপার? ঘাস খাচ্ছ কেন?
লোকঃ স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
করিম সাহেবঃ ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোকঃ স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
করিম সাহেবঃ তাকেও সঙ্গে নাও।
লোকঃ স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
করিম সাহেবঃ তাদেরও সঙ্গে নাও।
লোকঃ স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনা সমস্যা হবে না তো? .
করিম সাহেবঃ নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!
Jan 18
বাংলায় কাল কত প্রকার
স্যার::-বল তো বাংলায় কাল কত প্রকার ??
ছাত্র::-স্যার, চার প্রকার ।
স্যার::-কী কী ??
চাত্র::-১.গতকাল। ২.সকাল । ৩.বিকাল । ৪.আগামী কাল । তবে এর বাইরে আছে । সমকাল, মহাকাল ।