লুকিয়ে লুকিয়ে

বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের কথোপকথন…
বয়ফ্রেন্ডঃ এই, আমি না লুকিয়ে লুকিয়ে তোমার ‘ওইটা’ দেখে ফেলছি।
গার্লফ্রেন্ডঃ ছি, ইতর। আমি তোমাকে ভালো ছেলে ভেবেছিলাম। ভেবেছিলাম তুমি অন্য রকম। কিন্তু এখন দেখছি তুমিও অন্যান্য ছেলেদের মতোই অসভ্য।
বয়ফ্রেন্ডঃ ইয়ে মানে, তুমি রেজাল্ট কার্ডে ফিজিক্সে F কে A বানাচ্ছিলে আমি পিছন থেকে সেটা দেখে ফেলেছিলাম। কিন্তু তার সাথে যে ইতর অসভ্যের মিল আছে জানা ছিল না।
গার্লফ্রেন্ডঃ এই জানু, আমার হাতটা একটু ধরবে। একটা কবিতা শোনাও না, অনেকদিন তোমার কাঁধে মাথা রেখে কবিতা শুনি না। আর রেজাল্ট কার্ডের কথাটা আমার বান্ধবীদের বোলো না প্লীজ।

এ ভাবী তো স ভাবী না।

একদিন হাবলু হঠাৎ তার ভাবীকে ধরে প্রচুর মারধোর করতে লাগলো! সবাই অবাক হয়ে হাবলুকে থামালো আর করল,”তুমি তোমার ভাবীকে মারছ কেন?” হাবলু বলল,”আমার ভাবী ভাল মহিলা না!” সবাই বলল,”তুমি কিভাবে বুঝলা?” হাবলু বলল,”আর বইলেননা! আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি,কার সাথে কথা বলিস?সেই বন্ধুই উত্তর দেয়, তোর
ভাবীর সাথে!”

আরেহ উজবুক

ভার্সিটির এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশ্যে বলছে-
ছেলেঃ যাইবা নাকি কাজী অফিস?!
মেয়েঃ চল!
ছেলেঃ কই যামু?!
মেয়েঃ প্রিন্সিপালের কাছে!
ছেলেঃ ওমাহ্! আপু আপনের  লগে কি একটু মশকরাও করা যাইবনা!
মেয়েঃ আরেহ উজবুক, ছুটি নিতে….।

ওড়না কই

একটি গাভির সামনে দিয়ে একটি বিড়াল হেটে যাচ্ছিল।
গাভি: ইস! যেই না পুচকে ছোড়া, আবার গোফ রেখেছে, শরম করে না?
বিড়াল: এতো বড় ধাড়ী মেয়ে, গায়ে ওড়না পরে না, শরম করে না??

পুরাই সারপ্রাইজ

বল্টুর বাপ, মকবুল বিদেশ থেকে দেশে ফিরছে ৷৷
মকবুল: বল্টু তোর মা কই??
বল্টু: আব্বা, মা তো কাশেম কাকার লাগে পালাইছে ৷৷
মকবুল: হারামজাদা, আমারে আগে কস নাই কেন??
বল্টু: না ভাবছিলাম, সারপ্রাইজ দিমু……