স্ত্রী: কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।
স্বামী: না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব !
স্ত্রী: কিন্তু কেন?
স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারব না!
Jan 21
মারা যাব
Jan 21
গাধা
এক গাধা জঙ্গলে বসে কাঁদছে। অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল।
২য় গাধা: কী হলো, কাঁদছ কেন?
১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে।
২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত?
১ম গাধা: না, খুব মারত।
২য় গাধা: তাহলে কাঁদছ কেন?
১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।
২য় গাধা: কী রকম?
১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত, আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব, তবু ওই বখাটেটাকে মেনে নেব না!’
Jan 21
বিয়ের আগে এক বিছানায়
বল্টু এক ঋষির কাছে গিয়ে জিগ্যেস করল-
বল্টু : আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?
ঋষি : ঘুমালে তো পাপ হয় না বৎস, কিন্তু সমস্যা হল তোরাতো ঘুমাস না!
Jan 21
ছেলে তোতলা
এক ছেলে তোতলা হওয়ার কারণে তার বিয়ে হচ্ছেনা। একদিন মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের মা বলল, বাবা ঐ বাড়িতে গিয়ে তুমি কোন কথা বলবে না। একদম চুপ থাকবে। ঠিক আছে?
ছেলে :- থিথ আতে মা।
মেয়ে দেখার সময় মেয়ে চা নিয়ে আসলো।
ছেলে :- (চা মুখে দিতেই চিৎকার দিয়ে বলল )গলম! গলম!
মেয়ে :- আলে ফুত মালো! ফুত মালো!
Jan 21
মুরগির ইজ্জতে মোরগের হামলা।
একটি মোরগ একটি মুরগিকে তাড়া করছিল। আর মুরগির মালিক দাড়িয়ে দাড়িয়ে তা দেখছিল। তো মোরগ মুরগিকে তাড়া করতে করতে ধরতে পারছে হঠাৎ মুরগিটি একটি গাড়ীর নিচে পড়ে মারা গেল। আর তখনই মুরগির মালিকের চিৎকার..…..…
বাহ! সাবাস মুরগি, সাবাস। জীবন দিলি,
তবুও ইজ্জত দিলি না। সাবাস!!