(No title)

বিয়ের রাতে বাসর ঘরে,
মাহি মলিকে বললঃ বিয়ের আগে আমি ১০ টা মেয়ের সাথে শুয়েছি!
মলি বললঃ আমি জানি!
মাহিঃ কেমনে?
মলিঃ স্বামী-স্ত্রীর চরিত্রতো একই রকম হয়, তাই নয় কি, আমিও।

অজুহাত

বাজার করতে গিয়ে এক লোক পড় গেল বন্ধুদের কপ্পরে | তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেল | বাসায় ফিরলে বউ এখন স্লেজিং শুরু করবে, এই
কথা ভেবে তার গলা শুকিয়ে সাহারা মরুভূমি | তো অজুহাত কী দেওয়া যায় ভাবতে ভাবতেই দারুন বুদ্ধি পেয়ে গেল | বাড়ির কাছাকাছি আসতেই বাজারের ব্যাগথেকে চিংড়ি নিচে ছেড়ে দিল | বউ বাসা থেকে বের হয়ে সামনে আসতেই লোকটি চিংড়ি গুলোকে উদ্দেশ করে বলল,হাঁট হাঁট জোরে হাঁট | তোদেরকে হাঁটিয়ে আনতেই তো এতো দেরি হয়ে গেল…|

মহিলা অন্তর্বাস

এক পোলা গলির ভিতর দিয়া একমনে হাটতেছে। হঠাৎ তার মাথার উপড়ে ওপর থিকা উইড়া আইসা একটা মহিলা অন্তর্বাস (ব্রা) পরলো ! পোলাডার মেজাজ খারাপ হইয়া গেলো।

পোলাডা মনে মনে ভাবলো যে উপরে আম খাইতেছে একজন আর আমের খোঁসা ফেলতাছে আমার মাথার ওপর !!!

রসগোল্লা

মেয়ে প্রথম স্কুলে জাবে তাই মা মেয়েকে বলল সবার সাথে মিসটি করে কথা বলতে। সকলে গিয়ে
টিচার : এই মেয়ে তোমার নাম কি?
মেয়ে : জিলাপি
টিচার :(আশ্চর্য হয়ে) আজব নাম তো . তোমার বাবার নাম কি?
মেয়ে : রসগোল্লা।
টিচার : (আরো আশ্চর্য হয়ে) তোমার মায়ের নাম কি?
মেয়ে : সন্দেশ।
টিচার : (বিরক্ত হয়ে) তোমরা থাকো কথায়?
মেয়ে : কেনো মিস্টির দোকানে।
টিচার : বেহুঁশ।

গাধার উত্তর

বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই,
তুমি অযথা নাচছো কেন?’ গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’ বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’ ‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’
—গাধার উত্তর।