পয়সা থেকে টাকা

ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব ।
বাবা : কীভাবে?
ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে ।

ভবিষ্যত কাল

শিক্ষক : ‘আমি একজন মানুষকে খুন করেছি’- এই বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করো তো ।
ছাত্র : ‘আপনি শীঘ্রই জেলে যাবেন ‘ ।

রাতের অন্ধকার

প্রথমজন : রাত্রে বেলা আমরা সুর্য দেখি না কেন?
দ্বিতীয়জন : দেখবি কীভাবে! রাত্রে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সুর্য দেখা যায়!

রাজমুকুট

শিক্ষক : রাণী এলিজাবেথকে কোথায় রাজমুকুট পড়িয়ে দেওয়া হয়েছিলো?
ছাত্র : মাথায় স্যার।

ডাক্তারের সাজেশন

: ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে তাড়াতাড়ি আসুন ।
: আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন | আমি আসছি ।