প্রথম পুরুষ LOL

এক মেয়ে নতুন ফেসবুক চালাচ্ছে !!! সে ভাবছিল Lot Of Love কে সংক্ষেপে LOL বলা হয় ! সে একদিন তার বয়ফ্রেন্ডকে একটা ম্যাসেজ পাঠাইলো! সেটা দেখে তার বয়ফ্রেন্ডের জ্ঞান হারানোর ম্যাসে !!! ম্যাসেজ টা ছিল তুমি ই আমার জীবনে প্রথম পুরুষ LOL।

মেয়াদোত্তীর্ণদুধ পান

ত্রিশ বছরের এক ছেলে ষাট বছরের এক মহিলাকে বিয়ে করবার পর বাসর ঘরে প্রবেশ করলো। সকাল বেলা ছেলেটির লাশ পাওয়া গেল। পোস্ট মর্টেম রিপোর্ট
থেকে জানা গেল, “মেয়াদোত্তীর্ণদুধ পানে মৃত্যু”

ফাও খোজনা।

মেয়েঃ ডাক্তার সাহেব, আমার বয়ফ্রেন্ড অত্যন্ত বাজে একটা ছেলে।
ডাঃ কেন এই কথা বলছেন কেন?
মেয়েঃ সে আমাকে কিস করেছে?
ডাঃ মানে এইভাবে (ডাঃ কিস করলো)…তাতে কি হয়েছে?
মেয়েঃ সে আমার জামা খুলেছে।
ডাঃ মানে এইভাবে (ডাঃ মেয়েটার জামা খুলল)…তাতে কি হয়েছে?
মেয়েঃ তারপর সে আমার সাথে সেক্স করছে।
ডাঃমানে এইভাবে (ডাঃ মেয়েটার সাথে সেক্স করল)…তাতে কি হয়েছে?
মেয়েঃ শেষে আমাকে বলল যে তার এইডস আছে।
ডাঃ ওরে মাগী, আগে কবি তো!!!
এল্লেগাই তো কই, ফাও লাগাইতে নাই!!!

চাকরির ইন্টারভিউ

দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে…
প্রথমজন আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিলো!!

প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ বানান কর।

প্রথম জনঃ DOG.

প্রশ্নকর্তাঃ সাবাস।

এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই হিপোপটমাস বানান কর।

দ্বিতীয় জনঃ এটা তো পারি না।

প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ। ওর চাকরি হয়া গেছে।

দ্বিতীয় জনঃ মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন।

প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?

প্রথম জনঃ ৩০ লক্ষ।

প্রশ্নকর্তাঃ সাবাস।…..

এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই
ওই ৩০লক্ষ মানুষের নাম বল।

দ্বিতীয় জন বেহুশ!!

আমারে মাইরালা

বহু পুরোনো এক প্রাইভেট কারের নিলাম হচ্ছেঃ
– ১ লাখ
– ২লাখ
– ৩ লাখ
কাশেমঃ ভাই এই ভাঙ্গাচুড়া বজরা মার্কা গাড়ীর এমন কি বৈশিষ্ট্য আছে যে মানুষ এত দাম কইতাছে?
বিক্রেতাঃ এই গাড়ী এই পর্যন্ত ১০ বার বিক্রি হইছে এবং ১০ বারই Accident হইছে৷ আর প্রতি Accident এ বউরাই মারা গেছে৷
কাশেমঃ ৪ লাখ!
মাইরালাও কাশেমরে কেউ
মাইরালাও!