তোমার বাপকেও না

ফিলিপ তার ছেলেকে উনুনের ওপর বসিয়ে দিয়ে ঠিক যে মুহুতে ছেলেটি লাফ মারলো বাবা এক পা সরে দাড়ালো। ছেলেটি মাথা গুজে পড়লো মাটিতে
এ থেকেই তুমি একটা একটা শিক্ষা পাবে , বললো ফিলিপ – কাউকে বিশ্বাস করবেনা । এমন কি তোমার বাপকেও না।

ইমিটেশনের টিভি

স্বামী অফিস থেকে ফিরে সাহাস্যে বউকে বললেন – কাল তোমার জন্মদিন এই নেকলেসটা এনেছি।
বৌ অনুযোগে করে করে বলে – কিন্তু তুমি বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে ।
স্বামীর উত্তর- হ্যাগো বলেছিলাম । কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না ।

অধেক লোক পাগল

প্রথম জানঃ ওকে বিয়ে করার জন্য শহরের অধেক লোক পাগল ।

দ্বিতীয়ঃ সেকি অধেক লোক পাগল ?

প্রথমজনঃ হ্যাঁ, অধেক কারন ,কারন বাকি অধেকের সাথে তার এর আগেই একবার করে বিয়ে হয়ে গেছে।

চুমু খাওয়ার দাম

হলিউডের একজন উচুদরের অভিনেতা তার অভিনীত একটা ছবি দেখার জন্য স্ত্রীকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য বসলেন । সিনেমার মাঝামাঝ জায়গায় নায়কের নায়িকার চুমু খাওয়ার একটা দৃশ্য দেখে অভিনেতার স্ত্রী অভিযোগ করলেন যে , আমি এতদিন তোমার সঙ্গে বিবাহিত জীবন যাপন করছি অথচ কখনো আমাকে তুমি অমন করে চুমো খাওনি । অভিনেতা বললেন তুমি যদি জানতে যে এই একটি চুমু খাওয়ার জন্য তারা আমায় কত টাকা পারিশ্রমিক দিয়েছে তাহলে আর অমন অভিযোগ করতে না ।

তিনটেই

এক অভিনেত্রী বিদেশে যাবার জন্য পাসর্পোটের ফর্ম ফিলাপ করতে গিয়ে এক জায়গায় এসে চিন্তিত হয়ে পড়লেন।ফর্ম এর এক জায়গায় জিজ্ঞাসা করা হচ্ছে আবেদকারী কি অবিবাহিত অথবা ডাইর্ভোস । অভিনেত্রী অনেক চিন্তা করে লিখলেন তিনটেই ।