চিকেন বিরিয়ানী নাকি কাচ্চি

এক চরম কিপ্টা লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো.। সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে, “হে বিধাতা আমি যদি বেঁচে যাই তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো “ তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো! সে তখন দাঁড়িয়ে বলল, “হাহ! কিসের বিরিয়ানি!!” তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো! তখন সে বলতে লাগলো. “আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী নাকি কাচ্চি ।

এক পায়ে নুপুর

গার্লফ্রেন্ড : জান একটা গান শুনাব শুনবে ?
বয়ফ্রেন্ড : হ্যা শুনাও ,
গার্লফ্রেন্ড : এক পায়ে নুপুর আমার.. অন্য পা খালি . . . . . .
বয়ফ্রেন্ড : হা হা হা ,
গার্লফ্রেন্ড : হাসলে কেন ?
বয়ফ্রেন্ড : যতই চালাকি কর না কেন আমি কিন্তু আর নুপুর কিনে দিতে পারব না ।

ঘরে যুবতী মেয়ে

এক পথিক রাত কাটানোর জন্য জায়গা খুঁজছে। এক বাড়িতে গিয়ে বলল, ‘একটু থাকার জায়গা হবে কি?’ না, আমার ঘরে যুবতী মেয়ে আছে। পথিক এগিয়ে আরেকটি বাড়িতে গেল।
তোমার ঘরে কি একটু থাকার জায়গা হবে? না না, আমার ঘরে সেয়ানা মেয়ে আছে। এভাবে আরো কয়েক বাড়িতে গিয়ে থাকার জায়গা চেয়ে সবার কাছ থেকে একই উত্তর পেয়ে খুব হতাশ হয়ে সবশেষ বাড়িটাতে গিয়ে বলল, তোমার ঘরে কি যুবতী বা সেয়ানা মেয়ে আছে? কেন? তা দিয়ে আপনার দরকার কী? না মানে, রাতটা একটু কাটাতে চাই তবে রে…. দাঁড়া দেখাচ্ছি মজা!

রাসায়নিক দ্রব্যের নাম

শিক্ষকঃ ১০ টা রাসায়নিক দ্রব্যের নাম বলো…

ছাত্রঃ ক্লোরিন
ফ্লোরিন
ব্রোমিন
আয়োডিন
.
.
.
.
.
.
.
.
নওরিন
জেরিন
জেসমিন
পারভিন
ইয়াসমিন
নাসরিন

ডাক্তার

ডাক্তারের কাছে গিয়ে শফিক দেখল,
চেম্বারের দরজায় বড় করে লেখা আছে,
‘প্রথমবার ৫০০ টাকা, এরপর ৩০০ টাকা।’ ২০০
টাকা বাঁচাতে সে মনে মনে একটা বুদ্ধি আঁটল।
ডাক্তারের রুমে ঢুকেই বলল, ‘ডাক্তার সাহেব,
আবার এলাম। আমার অসুখ তো ভালো হলো না।’
ডাক্তার ভ্রু কুঁচকে তাকালেন। মনোযোগ
দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেন। তারপর
বললেন, ‘আগে যে ওষুধগুলো দিয়েছিলাম,
সেগুলোই চলবে। এবার ঝটপট ৩০০ টাকা দিন।