– হ্যারে, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়?
– অবশ্যই হয়। আমি স্বপ্নে গতকালই তো দেখলাম, স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে। আর আগামী পরশুতো তুই ব্যাট করছিস।
Nov 15
স্বর্গে ক্রিকেট খেলা
Nov 15
মহীলার এ্যাপেন্ডিসাইটিসের অপারেশান
এক মহীলা বাসে সীট না পেয়ে বলছে –
‘আমাকে যদি সীটে বসতে দেন, তাহলে আমি দেখাবো কোথায় আমার এপেন্ডিসাইটিসের অপারেশানটা হয়েছিল।’
সাথে সাথে কিছু ছেলে সীটে জায়গা করে দিল। মহিলাটি জানালার পাশে বসে আছে। এবার ছেলেটি বলছে –
‘এখন দেখান আপনার অপারেশানটি কোথায় হয়েছিল?’
বাসটি একটি হাসপাতালের কাছে এলে মহীলাটি সাথে সাথে বলে উঠল –
‘ঐ তো, ঐখানেই হয়েছিল’।
Nov 15
খাওার আগে না পরে খাব
ডাক্তার রোগিকে বোলছেন আপনি সকালে ২টা রুটি ডুপুরে ২টা ডিম আর রাটে ১ থালা ভাট খাবেন।
রোগি: এগুলো কি আমি খাবার পরে নাকি আগে খাব?
Nov 15
মদ ও মাটাল
ডুই মাটাল রাতে মদ খেয়ে আকাশের দিকে তাকিয়ে আরেক জনকে বলছে দেখ তো আকাশে চাদ নাকি সূউরজো। ২য় মাতাল বলছে ওটা সুরজো, তখন ১ম মাতাল বললো নারে ওটা চাদ, এটা নিয়ে ওরা যখন তর্ক করছিলো তখন আরেকজন মানুষ তাদের পাশ দিয়ে যাছ্ছিলো তখন ১ম মাতাল বললো ভাই বোলেন টো আকাশে চাড নাকি সুরজো, লোকটি বোললো ভাই আমি বলতে পারবোনা, আমি এই এলাকাই নতুন এসেছি।
Nov 15
ওটা আর বাবা হতে পারবেনা
পাশাপাশি দুই দেশের দুই রাজার মাঝে তাদের সেনাপতিদের নিয়ে খুব অহংকার ছিল। উভয়েই দাবী করতো তাদের সেনাপতি খুব দক্ষ এবং বিচক্ষণ। তাই একবার দুই সেনাপতিকে একই মন্ঞ্চে এনে প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রথম সেনাপতি মন্চ্ঞে উঠে বাতাসে শাঁ শাঁ করে তলোয়ার চালিয়ে কসরৎ দেখাত লাগলো। এক পযা’য়ে শাঁ করে তলোয়ার চালিয়ে একটা উড়ন্ত
মাছিকে দু’ টুকরা করে ফেলে দিল।
সবাই হাত তালি দিয়ে বাহবা জানালো। এবার দ্বিতীয় সেনাপতি মন্চ এলো । বিভিন্ন কসরৎ দেখানোর পর সেও একটা উড়ন্ত মাছিকে দেখে শাঁ করে তলোয়ার চালালো কিন্ত মাছিটা তখনো উড়তেই লাগলো। এবার সবাই বলে উঠলো কি হলো মাছি তো এখনো উড়ছে। সেনাপতি হাসি মুখে গব’ ভরে বললো; উড়লে কি হবে খুব সূক্ষভাবে মাছিটার শরীরের এমন একটা অংশ কেটে দিয়েছি যে জীবনেও ওটা আর বাবা হতে পারবেনা।