উকিলঃ তুমি দোকানে ঢুকে একটামাত্র জামা চুরি করলে কেন? অনেক জামাকাপড় তো নিতে পারতে।
আসামীঃভুল হয়ে গেছে স্যার,আসলে চুরি চামারী তো কোনদিন করিনি।
উকিলঃতাহলে জেলার সবকটা থানায় তোমাকে দাগি আসামী বলে উল্লেখ করা আছে কেন?
আসামীঃ আমি চুরি করি না বলেছি, ডাকাতি করি না, একথা তো বলিনি, স্যার।
Nov 16
ডাকাতি
Nov 16
পাঁচশো বছরের পুরোন
গৃহকর্তাঃ হায়,হায়, পাঁচশো বছরের পুরোন ফুলদানিটা ভেঙে ফেললেন?
অতিথিঃ যাক বাবা বাঁচা গেল, আমি ভেবেছিলাম জিনিষটা নতুন বুঝি।
Nov 16
ইঞ্জিনিয়ার-ভিখারী
রামবাবুঃ আমার তিন ছেলে, তারমধ্যে দুজন ইঞ্জিনিয়ার। ছোটটি মোটেও ভাল পড়াশোনা করেনি,তাই
সে ভিখারী।
শ্যামবাবুঃ তা ছোটটিকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন?
রামবাবুঃ কি বলছেন মশাই, একমাত্র ওটিই তো ভাল আয় করে।
Nov 16
বিয়ে করতে কেমন খরচাপাতি
ছেলেঃ আচ্ছা বাবা, বিয়ে করতে কেমন খরচাপাতি হয়?
বাবাঃ কি জানি বাবা, আমি তো এখনও খরচা করেই চলেছি।
Nov 16
কানে বিড়ি
সুজন একবার ভারত এসেছিল বেড়াতে।
কলকাতা শহর ঘুরে দেখতে সে একদিন মেট্রো রেলে উঠলো।
ট্রেন যখন ছাড়ছে সে সময়ে একটা লোক ছুটতে ছুটতে উঠতে গিয়ে দরজায় আটকা
পড়লো।
সুজন এবং অন্য যাত্রীদের টানাটানিতে লোকটা কোনরকমে ভেতরে ঢুকলো।
কিন্তু তার একটা কান কাটা পড়ল।
ট্রেন থেমে গেছে। সবাই যখন লোকটার সেবা শশ্রুষায় ব্যস্ত তখন সুজন
প্লাটফর্মে নামলো লোকটার কানের খোঁজে।
বহু খোঁজাখুজির পর কানটি উদ্ধার করে লোকটার হাতে দিলো সুজন।
বললোঃএই নিন আপনার কান।
লোকটা অম্লান বদনে বললোঃ
এটা আমার কান নয়, আমার কানে বিড়ি গোঁজা ছিল।