উদ্ধার
এক দোকানে আগুন লেগেছে।
এটা দেখে গাবলু চিন্তা করল,
দোকানের ভেতর আটকে পড়াদের
উদ্ধার করতে হবে। যেই
ভাবা সেই কাজ। গাবলু
সোজা আগুন পেরিয়ে দোকানের
ভেতর
ঢুকে ছয়জনকে বাইরে বের
করে আনল। কিছুক্ষণ পর পুলিশ
এসে গাবলুকে ধরে নিয়ে গেল।
পরে তার বন্ধু থানায়
গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল ,
‘গাবলু তো আগুন
থেকে মানুষকে উদ্ধার
করেছে। সে তো কোনো অপরাধ
করেনি।’
কথা শুনে পুলিশ রেগে টং ,
‘অপরাধ করেনি মানে?
সে যাদের দোকান
থেকে বাইরে নিয়ে এসেছে,
সবাই ফায়ার সার্ভিসের
কর্মী।’
Nov 16
উদ্ধার
Nov 16
বাংলাদেশে কাক
এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে –
শিক্ষক ঃ আচ্ছা ছোটন বলতো দেখি বাংলাদেশের কাকের সংখ্যা কত?
ছাত্র ঃ কেন স্যার ৯৯,৯৯,৯৯,৯৯৯টি!
শিক্ষক ঃ তুমি কি সিউর?
ছাত্র ঃ জ্বি স্যার! যদি গণনায় এর থেকে কম হয় তাহলে মনে করবেন বাংলাদেশ থেকে কিছু কাক বিদেশে বেড়াতে গেছে। আর যদি বেশি হয় তাহলে মনে করবেন বিদেশ থেকে কিছু কাক এ দেশে বেড়াতে এসেছে।
শিক্ষক ঃ তুমি আসলেই ব্রিলেয়েন্ট!
Nov 16
৫০০/-
এক হকার পথে দাড়িয়ে জোরে জোরে বলছিল
হকারঃ আইসেন না ভাই আইশেন না॥ আশলেই ৫০০।
এমন চেচামেচি শুনে একলোক বলেন–
পথচারীঃ মানেটা কি ভাই?
হকারঃ আগে ৫০০ দেন তারপর মানে কইতাছি॥॥
Nov 16
অ্যাই রিকশা যাবে?
রাস্তা দিয়ে অলস ভঙ্গিতে এক খালি রিকশা চলে যাচ্ছে। তাই দেখে ছোট্ট মেয়ে নুহা দোতলার জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো,\”অ্যাই রিকশা যাবে?\”
রিকশাচালক-হ, যামু।
নুহা-যাও।
Nov 16
শিলং কোথায়?
ছেলে মনযোগ দিয়ে ভূগোল পড়ছে।পাশের চেয়ারে বাবা খবরের কাগজে ডুবে আছেন।
ছেলে- বাবা, শিলং কোথায়?
বাবা-(মাথা না তুলেই) তোর মাকে জিজ্ঞেস কর্।ঘরের কোন জিনিষ কোথায় রাথে আমি জানি?