প্রস্রাব টেষ্ট করবো

ডাক্তারঃ শুনুন, আগামীকাল সকালবেলায় প্রস্রাব টেষ্ট করবো.. এই বোতলে আপনার ইউরিন নিয়ে আসবেন।

রোগীঃ তো, টেষ্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবেন?

ডাক্তারঃ আরে না, আমি নিজেই টেষ্ট করবো।

(পরের দিন সকালবেলা রোগী বোতল ভরা প্রস্রাব এবং এক প্যাকেট চানাচুর এনে ডাক্তারকে দিলেন)

ডাক্তারঃ প্রস্রাবের বোতল ঠিক আছে, কিন্তু চানাচুরের প্যাকেট কেন আনলেন?

রোগীঃ না, ভাবলাম খালি মুখে টেষ্ট করবেন.. ব্যাপারটা কেমন দেখায় তাই চানাচুর আনলাম। চানাচুরের সাথে টেষ্ট করে মজা পাবেন।

রাস্তায় দাড়িয়ে হিসি করা

একটা লোক রাস্তায় দাড়িয়ে হিসি করছে। একটি মেয়ে তার সামনে দিয়ে যাওয়ার সময় নাক ধরে হেঁটে চলে যায়। এটা দেখে পাশে দাঁড়িয়ে লোক তারাতারি
প্যান্টের চেইন লাগাতে লাগাতে বললঃ বেয়াদ্দব মাইয়া ! চোখ না ঢাইকা, নাক ঢাকে, কত বড় ফাজিল!!

তিন পাগল

তিন পাগলকে চিকিৎসা
করা শেষে একজন
ডাক্তার তাদের কে প্রশ্ন করলেন..
বলতো ৫ + ৫= ? কত ?
প্রথম পাগল : ৫+৫ = ৭০০ ।
দ্বিতীয় পাগল ৫ +৫=জানুয়ারি মাস ।
শুনে ডাক্তার হতাশ হয়ে ৩য় জন কে বলল তুমি বল ?
৩য় পাগল : ৫+৫=১০ । শুনে ডাক্তার অনেক খুশি হল এবং প্রশ্ন করল কিভাবে ১০ হল বলত ?
৩য় পাগল : ৭০০ থেকে জানুয়ারি মাস বিয়োগ করে

ক্যাটরিনার ছবি

বাবা তার ছেলের জ্যাকেট চেক করল!!
জ্যাকেট চেক করার পর তার পকেট থেকে__

সিগারেট !

ক্যাটরিনার ছবি !

আর অনেকগুলা মেয়ের নাম্বার পেলো!

এগুলো পেয়ে তার বাবা রেগে ফায়ার হয়ে ছেলেকে মারতে মারতে বললঃ বেয়াদব, ফাজিল, হারামজাদা কবে থেকে এইসব করতেছিস???

ছেলে কাঁদতে কাঁদতে বললঃ আমি তো আজ আপনার জ্যাকেটাই পড়েছি!

স্বাগত স্বাগত স্বাগত

স্বামী গভীর রাতে বাসায় আসলো। আস্তে করে বেডরুমের দরজা খুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কম্বলের নিচ দিয়ে দুই জোড়া পা দেখা যাচ্ছে। তার মাথায় মুহূর্তেই রক্ত
চড়ে গেল। পাশে থাকা একটি বেসবল ব্যাট দিয়ে ইচ্ছামত ১০-১৫ মিনিট পিটিয়ে ক্লান্ত হয়ে ডায়নিং রুমে গেল পানি পান করতে। গিয়ে দেখল তার স্ত্রী সেখানে খাবার নিয়ে বসে আছে!!! তাকে দেখে স্ত্রী বললঃ “তোমার ভাই-ভাবী ঘন্টা দুই আগে এসেছেন। আমি আমাদের বেডরুমে উনাদের থাকতে দিয়েছি। আশা করি তুমি ওঁদের স্বাগত জানিয়ে এসেছো!