মরুভূমিতে এক গাধা আর এক হাবিলদারের মধ্যে দেখা হলো।।
গাধা জিজ্ঞেস করল, “তুই কে রে??”
হাবিলদার এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল, “আমি মেজর জেনারেল!! তুই কে??”
গাধা এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে বলল, “আমি ঘোড়া!!”
May 09
মরুভূমিতে এক গাধা আর এক হাবিলদারের মধ্যে দেখা হলো।।
গাধা জিজ্ঞেস করল, “তুই কে রে??”
হাবিলদার এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল, “আমি মেজর জেনারেল!! তুই কে??”
গাধা এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে বলল, “আমি ঘোড়া!!”
May 09
মিলিটারিদের ” সাহস ” পরীক্ষা করছে তাদের প্রধান। এক মিলিটারিকে দূরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল। মিলিটারিটি একদম নড়ল না। লেবুটি ফেটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিল।
তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বলছে- ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুয়ে নিও’।
মিলিটারিটি বলল – ‘তাহলে আরোও ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুতে হবে’।
May 09
স্ত্রী:একটা কথা বলবো মারবা নাতো?
স্বামী:কি কথা
স্ত্রী:আমি প্রেগন্যান্ট
স্বামী:এইটা তো খুশির সংবাদ,মারবো কেনো?
স্ত্রী:না মানে,বিয়ের আগে একবার আব্বারে কইছিলাম,কি মারটাই না দিলো!
May 09
গৃহকর্ত্রী: তুমি গত তিন দিন কাজে আসোনাই ক্যান??
কাজের বুয়া: আমিতো ফেসবুক এ স্ট্যাটাস দিসিলাম যে আমি বাড়ি যাচ্ছি…।
গৃহকর্ত্রী: ও’মা, তুমি ফেসবুক চালাও নাকি??
কাজের বুয়া: ক্যান, আপনি জানেন না? আপনার জামাইতো কমেন্টও দিসে – ‘miss u’!
May 09
সামনে ইংরেজি পরীক্ষা তাই পিতা ছেলেকে একটি রচনা মুখস্হ করতে দিলেন My best friend..পিতার মনে হয়েছিল এটা পরীক্ষায় আসতে পারে কিন্তু পরীক্ষায় আসলো My Father.
পুএ বিচলিত হলেও তার মুখস্হ করা রচনাটিকে ভালো ভাবে কাজে লাগালো সে লিখলো
I have many fathers.Ravi Joy is my best father. He lives next door 2 us. He comes to visit us every. My mother lover him very much. A father in need is a father indeed.