ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাই

নাতি: দাদু তুমি বিড়ি খাওয়া ছাড়লা কেমনে ??

দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
… নাতি: দাদু তুমি মদ খাওয়া ছাড়লা কেমনে??
দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
নাতি এইবার সাহস কইরা : দাদু তুমি না ঐ ড্যান্স বারের মেয়েটার সাথে ঘুরতা তারে ছাড়লা কেমনে ??? এইটাও কি

দাদু : আরে নারে , ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাইরে !!! :

বিয়ের আগে ও পরে

“বউ হইবো ফুলের মালা
না জানি সে কতো ভালা”

বিয়ের পরঃ
“বউ হইসে গায়ের জ্বালা
এখন বুঝি কতো ঠ্যালা”

যার যার ফোন ব্যবহার করি

ক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!

জান অলসতা কি?

পরীক্ষা চলতেছে …
প্রশ্নে যে রচনা আসছে ঐটার বিষয়ঃ ” অলসতা ”
এক মেধাবী ছাত্র প্রথম ১০ পৃষ্ঠা খালি রেখে …
… ১১ নম্বর পৃষ্ঠায় লিখে দিয়ে আসলো …

একেই বলে অলসতা।

প্রেম নিবেদন

এক ছেলে এক মেয়ে কেঃ “I LOVE YOU!!”
মেয়ে খেপে গিয়েঃ “মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার নাহ??”

ছেলেঃ “আসসালামু আলাইকুম, I LOVE YOU!!”