মাথা থেকে পায়ে

দুই ব্যবসায়ী কথা বলছে।
কি ভাই, ব্যবসা কেমন?
ব্যবসা তো মাথা থেকে পায়ে নামছে।
মানে?
আগে করতাম টুপির ব্যবসা এখন করি মোজার।

প্রসাব করার জায়গা দেখব

এক পার্টি সেন্টারে একটা ছেলে একটা মেয়েকে বলল এক্সকিউজ মি, প্রসাব করার জায়গাটা একটু দেখাবেন?
মেয়েটি বলল-
যা দুষ্ট কোথাকার আগে তোমারটা দেখাও তারপর আমারটা দেখাব

তিনটা বিচি

এক লোকের তিনটি বিচি। সে এটা নিয়া খুবই চিন্তিত। লজ্জায় কাউকে বলতে পারছে না। উপায় না দেখে ডাক্তারের কাছে গেল ।
লোক : লজ্জিত হয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি।
ডাক্তার : কি বলেন বুঝতে পারছি না।
লোক : আরে আপনার আর আমার মিলে ৫ টা।
… ডাক্তার : কিছুই বুঝতে পারছি না। পরিস্কার করে বলুন।
লোক : উপায় না দেখে বলল, আপনার আর আমার মিলে ৫ টি বিচি।
ডাক্তার : তাহলে কি আপনার ১ টি ??

ডুকার আগে টাকা

স্বামী-স্ত্রী রতিক্রিয়ার সময়–
স্ত্রীঃ আজ তোমার কেমন লাগছে গো

স্বামীঃ দারুন লাগছে ডার্লিং… ইচ্ছে করছে তোমার ভিতর চিরদিনের জন্য ডুকে যাই।
বারান্দায় কাজের বুয়াঃ ডুকে যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে যাবেন।

ছেলে না মেয়ে

পার্কে পাশাপাশি বসে আছে দু জন।
একজন অন্যজনকে বলল, কী দিন কাল যে এল!আজকাল আর পোশাকআশাক দেখে চেনা যায় না- ছেলে না মেয়ে।ওই যে ওই মেয়েটিকে দেখেন।কে বলবে যে সে মেয়ে!
যে মেয়েটির কথা বলছেন ও কিন্তু আমারই মেয়ে।
দুঃখিত! আমি জানতাম না আপনি ওর বাবা ।
মাফ করবেন! আমি ওর বাবা নয় মা।