যে যেরকম বুঝে।

রাজশাহী এক ছোট্র ছেলে পরিবারের সাথে বেড়াতে গেছে সিলেটে । সেখানে তার বন্ধুত্ব হল আরেক ছোট্র মেয়েয় সাথে । দুজনে সারা দিন চা-বাগান, পাহাড়ে, টিলায় ছোটাছুটি করে খেলে বেড়াল। তারপর বিকেলে গেল ঝরনার কাছে গোসল করতে।গোসল শেষে পোশাক পড়ার সময় মেয়েটি আড় চোখে  ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমার জানা ছিল না সিলেট আর রাজশাহীর লোকের ভিতর এত পার্থক্য ।

 

১০০ ডলার পুরষ্কার।

এক পার্টিতে এক ধনী লোকের টাকা ভর্তি মানিব্যাগ হারিয়ে গেছে। তখন পার্টির লোকজন মাইকে  ঘোষনা দিল যিনি মানিব্যাগটি খুজে দিবেন তাকে মানিব্যাগের মালিক ১০০ ডলার পুরষ্কার দিবেন। এ সময় আরেকটি গলা শোনা গেল পেছন  থেকে

রেপ করার যন্ত্র

এক লোকের বাড়ি সার্চ করে জাল নোট ছাপার যন্ত্র পাওয়া গেল।তাকে গ্রেপ্তার করা হল।

লোকটি পুলিশের উদ্দেশে বলল, আমাকে গ্রেপ্তার করলেন কেন? আমার কাছে তো কোনো জাল নোট পান নি।

তাতে কী? জাল নোট ছাপার যন্ত্র তো পেয়েছি।

সে ক্ষেত্রে আপনি আমাকে রেপ করার জন্য গ্রেপ্তার করুন।

কেন, আপনি কাঊকে রেপ করেছেন?

না, কিন্তু রেপ করার যন্ত্র তো আছে!

সাহস পেলাম না।

জাজঃ আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুড়ে মারলেন?

স্বামীঃ জি।

জাজঃ তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুড়ে মারলেন আপনার দিকে?

স্বামীঃ  জি।

জাজঃ তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?

স্বামীঃ  যখন দেখলাম তারা দুজনেই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে তখন আর সাহস পেলাম না।

অ্যালফেবেটিক্যাল অর্ডারে

টাইটানিক ডুবে যাওয়ার পর মৃতদের তালিকা পেপারে ছাপা হলো । এক লোক সেটা পড়ে অবাক হয়ে ভাবলো–“এরা সবাই অ্যালফেবেটিক্যাল অর্ডারে মারা গেলো কীভাবে?”