চারজন কে বিয়ে করব।

ট্রেনে দুজন মেয়ে কথা বলছিল, তাদের
কেমন
স্বামী পছন্দ তাই নিয়ে।।
তাদের মধ্যে-
প্রথম মেয়ে: আমি আমার
স্বামী হিসাবে এমন
একজনকে চাই যে কোটিপতি হবে।
দ্বিতীয় মেয়ে: আর যদি সেরকম
স্বামী না পাস,
তাহলে কী করবি??
প্রথম মেয়ে: তাহলে, পঞ্চাশ লাখ টাকার
মালিক, এমন দুজন কে বিয়ে করব।
দ্বিতীয় মেয়ে: আর সেই রকম স্বামীও
যদি না পাস, তাহলে??
প্রথম মেয়ে তাহলে, পঁচিশ লাখ টাকার
মালিক,
এমন চারজন কে বিয়ে করব।
উপরের বার্থে শুয়ে থাকা পিকলু
এতোক্ষন সব
শুনছিল, এবার সে বলে উঠল…
.
এই যে দিদিভাই, আপনি প্রশ্নপর্ব
চালিয়ে যান,
এইভাবে নামতে নামতে যখন
একশো টাকায়
আসবে, আমাকে ডেকে দেবেন।

একজন ফুটবল কোচ।

মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক

বললেন,

‘ধরো, একটা লোক কিছুক্ষণ চুপচাপ

চেয়ারে বসে থাকেন। হঠাৎ

লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন,

লাফালাফি করেন, হাত-

পা ছোড়াছুড়ি করেন।

কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই

ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’

পেছন থেকে এক ছাত্র বলল,

:

‘তিনি নিশ্চয়ই

একজন ফুটবল কোচ।’

ভালবেসে চুমু খেল ।

প্রেমিকা তার প্রেমিককে ভালবেসে
চুমু খেল ।
অতঃপর বলল, যাহ ! তোমার
গালে লিপস্টিকের দাগ লেগে গেল ।
প্রেমিকের চট জলদি উত্তর,
.
দাগ থেকে যদি দারুন কিছু
হয় তাহলে দাগই ভালো ।

GP এর নতুন বিজ্ঞাপন।

ভাই , বাঁশ কতো করে ?
– ২০০ টাকা ।
– ১৫০ টাকা রাখা যায় না ?
– আচ্ছা , ঠিক আছে ।
– ভাই , বাঁশের উপরের অংশ তো লাগেনা,ওইটা বাদ দিলে আরো ২০ টাকা কম পাবো না?
– আচ্ছা , আরো ২০ টাকা কম দিয়েন ।
– ভাই , বাঁশে তো অনেক আগাছা লেগেআছে,ওগুলো ছেঁটে ফেলে দিলে আরো ৫ টাকা কম পাবো না ?
– আচ্ছা যান ৫ টাকা কম দিয়েন ।
ভাই আপনার কি ধারনা এই বাঁশ দিয়া আমিবাঁশের কেল্লা বানাবো ? মাসুম বাচ্চা,বায়না ধরেছে বাঁশের মাচা বানিয়ে খেলাকরবে ।
( বাঁশওয়ালা কাঁদো কাঁদো সুরে )- ভাই , যান আরো পাঁচ টাকা কম দিয়েন।
– ভাই , বাঁশগুলো যদি আমি নিজে কেটে নিয়ে যাই আরো দশটা টাকা কম পাওয়া যাবেনা ?
বাঁশওয়ালা মুখ শক্ত করে বাঁশ ছুঁড়ে ফেলে দিয়ে বললেন –
– ভাই ,বাঁশ কেনা লাগবো না । আপনার GP সিম চালু করে কথা বলতে বলতে বাসায় যান, দেখেন GP কিভাবে আপনারে বাঁশ দেয় ।

লান্ঞ্চ করেছো সোনা।

মেয়েঃ লান্ঞ্চ করেছো সোনা?
ছেলেঃ লান্ঞ্চ করেছো সোনা?
মেয়েঃ ওই,
আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি!!
ছেলেঃ ওই,
আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি!!
মেয়েঃ ধুর ছাতা মাথা!
তুমি কি আমাকে কপি করতেছো?
ছেলেঃ ধুর ছাতা মাথা!
তুমি কি আমাকে কপি করতেছো?
মেয়েঃ ok…চলো শপিং করতে যাই।
ছেলেঃ আমি লান্ঞ্চ করেছি!!