অধিনস্ত কর্মচারীঃ দেখুন স্যার কাল আমার দিদিমা মারা গেছেন আজ আমি ছুটি চাইছি ।
– সত্যি দুঃখিত মিঃ সোম আপনার দিদিমা কিন্তু এই নিয়ে চারবার মার গেলেন।
Nov 06
এই নিয়ে চারবার
Nov 06
বিবাহিত লোক
কোম্পানী বড় কর্তার বন্ধুঃ কিন্তু এ তোমার কি যুক্তি? অবিবাহিত লোক না নিয়ে তুমি কেবল বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন ?
বড় কর্তাঃ বুঝলেন বিবাহিত লোক গুলো বাড়ীতে আট প্রহর বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে , আমি বকলেও তার আর কিছু মনে করে না । চাকরী ছেড়ে দেবার ভয়ও দেখায় না।
Nov 06
শুধু ওভার টাইম খাটবো
একটি ফ্যাক্টরির মালিক বোঝাচ্ছিলেন তার শ্রমিকদের দশটার পর থেকে পাঁচটা পর্যন্ত এই সাত ঘন্টা খাটলে পর দিন পাঁচ টাকা মজুরি । তারপর যদি কেউ ওভার টাইম করে খাটতে চাও- তাহলে মাত্র পুরো তিন ঘন্টা খাটলে পুরো পাঁচ টাকা দেওয়া হবে । তাহলে স্যার আমরা শুধু ওভার টাইম খাটবো সেটাই ভালো ।
Nov 06
অমন কথা বলে
ম্যানেজার তার নতুন সেক্রেটারীকে বললো , আমি এখন এক জরুরী মিটিং -এ ব্যস্ত থাকবো । কোন ফোন এলে পরে করতে বলবে ।
সেক্রেটারীঃ জরূরী কথা থাকলে?
ম্যানেজারঃ যে কথাই হোক তুমি স্রেফ না বলে দেবে। বলবে অমন কথা সবাই বলে । যা হোক আমি এখন কথা বলতে চাই না । হ্যাঁ মনে থাকে যেন । বলবে অমন কথা সবাই বলে।
ম্যানেজার যেতেই সেক্রেটারী ফোন রিসিভ করতে লাগলো এবং না করে দিলো কিন্তু ওপাশের মহিলা জরুরী ভীষন জরুরী কথা ইত্যাদি বলে কিন্তু সেক্রেটারীকে গলাতে না পেরে বলেই ফেললো আমি তার স্ত্রী কথা বলছি …সেক্রেটারী অধৈয কন্ঠে বললো অমন কথা বলে…
Nov 06
নিজেই মাঝে মাঝে ভুলে যাই
অফিসের জনৈক কর্তা ব্যক্তি তার টেবিলের নেম -প্লেটের লেখা নিজের দিকে ফিরিয়ে রাখেন । এ সর্ম্পকে তিনি বলেনঃ যারা অফিসে আমার সাথে দেখা করতে আসে তারা জানে আমি কে ? কিন্তু আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই।