স্বামী-স্ত্রী

স্বামীঃ ঢুকছে?
স্ত্রীঃ হুম
স্বামীঃ ব্যাথা পাও?
স্ত্রীঃ না…
স্বামীঃ ভাল লাগছে?
স্ত্রীঃ হুম
স্বামীঃ তাহলে চলো,আর না ঘুরে এই জুতাটাই কিনি।

এত ছোট বেলুন

স্যার : ম্যালেরিয়া থেকে বাচতে হলে মশার বংশ বৃদ্ধি রোধ করতে হবে।
পিচ্চি ছাত্র : হি!হি!হি!
স্যার : হাসছিস কেন বেয়াদব! (রেগে)
পিচ্চি : স্যার এত ছোট বেলুন বানাইবেন ক্যামনে?

Write My Dissertation For Me

Ad Ways Be sure the write my dissertation for me copier is on and is rocked in. Remember detail is much better. Ad Your support could be definitely used by us! This article offers some basics to aid. passports, driving licences), and supplies secured by copyright. Don’t photocopy anything write my dissertation for me that law prohibits photocopying. Be sure you get authorization to make use of it before copying in the event the copier does not write my dissertation for me fit in with you.

So that it practically follows that this motor has a preserving, therapeutic factor.

Warnings Be sure you have printer and report in the copier before you duplicate anything. Yes No Garage door repair Just how to change underneath seal on a garage door Can you reveal about Hard Disks? For instance: write my dissertation for me Do not state: Consume more fats. Regulations vary around the world, but types of items that could be illegal to photocopy incorporate stamps money write my dissertation for me and any image (e.g. Don’t be worried about arrangement! Yes No Excel HOWTO create a schedule in Excel Can you inform US about Garagedoor restoration?

We charge ps85 for each 1,000 terms.

We will care for it. Can you reveal about Photoshop? Should you choose essay writing continue reading this not get agreement, regulations is bursting! Do say: Add fats with a few nutritional value towards the meals write my dissertation for me you previously consume. When there is a move subsequently swap it on (when the swap has a line and a circle, the brand means on), there must be a power switch that ought to claim electricity, on/off, or a point and most of the circle Ad Put that you want to copy on the screen on the top, be certain not to touch the screen along with your palms. Continue reading

‘ছেলেকে ১০ কেজি পেঁয়াজ দিতে হবে ‘

১৯৯০ সাল।
ছেলে বিয়েতে যৌতুক হিসেবে সাইকেল চাইত।
২০০০ সাল।
ছেলে বিয়েতে যৌতুক হিসেবে মোটরসাইকেল চাইত।
.
.
.
২০৩০ সাল।
ঘটক আর মেয়ের বাবার মধ্যে কথাবার্তা হচ্ছে।
‘ছেলেপক্ষের একটা আবদার আছে…’
মেয়ের বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন।
‘ছেলেকে ১০ কেজি পেঁয়াজ দিতে হবে। ছেলের অনেকদিনের শখ।’
‘১০ কেজি?’ মেয়ের বাবা আকাশ থেকে পড়লেন।
‘একটু কমানো যায় না? দরকার হলে আমাদের একটা টয়োটা করলা দিয়ে দিলাম।’ মেয়ের বাবা মিন মিন করে বলল।
‘নাহ ভাই। বললাম না ছেলের অনেক দিনের শখ।’
মেয়ের বাবা নিমরাজী হলেন। কপালে দুশ্চিন্তার ভাঁজ।

বিয়ের দিন।
কাজী বিয়ে পড়াতে শুরু করতেই ছেলের বাবা উঠে দাঁড়ালেন।
‘দাঁড়ান কাজী সাহেব। আগে পেঁয়াজ বুঝে নিই। পরে বিয়ে।’
সবাই থমকে গেল। একে অপরের দিকে তাকাচ্ছে সবাই।
মেয়ের বাবা ঘর হতে একটা বাজারের ব্যাগ নিয়ে আসলেন।
‘ভাইসাহেব, এইখানে ৮ কেজি পেঁয়াজ আছে। বাকীটা আগামী সপ্তাহেই দিয়ে আসব।’
ছেলের বাবা রাগী ভঙ্গিতে তাকালেন। [ব্যাকগ্রাউন্ডে তখন ঝড়ের মিউজিক]
‘নাহ। এই বিয়ে হবে না। আরো দুই কেজি পেঁয়াজ ছাড়া এই বিয়ে সম্ভব না।’ বলেই ছেলের বাবা মেয়েদের সাততলা বাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। ‘চলে আয় কুদ্দুস। এই বিয়ে হবে না।’
অন্দরমহলে কান্নার আওয়াজ।
মেয়ে এসে দাঁড়াল ঘরে। চোখে জল।
‘চৌধুরী সাহেব, পেঁয়াজের লোভে মানুষকে আর মানুষ মনে হয় না? মনে রাখবেন পেঁয়াজ থাকলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে দরকার সুন্দর একটা ফেইসবুক একাউন্ট। যা আপনাদের নেই। চলে যান। আমি এখুনি স্ট্যাটাস দিচ্ছি।’
কুদ্দুস উঠে দাঁড়াল। তার চোখ খুলে গেছে। এই মেয়ে আবার তার ফেসবুক ফ্রেন্ড। ফেসবুকে স্ট্যাটাস দিলে কেলেঙ্কারি হয়ে যাবে। ‘না বাবা। এই বিয়ে হবেই। পেঁয়াজ তোমাকে অন্ধ করে দিয়েছে বাবা।’

অবশেষে বিয়ের সানাই। আকাশে তারাবাত্তি।

একটা চুমো

বান্ধবীকে রাতের বেলা বাড়ি পৌঁছে দিতে এসেছে বাবু। দরজার পাশে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে বললো সে, একটা চুমো খেতে দাও আমাকে।’ ‘কী? তুমি পাগল হলে? এখানে দাঁড়িয়ে না না না!’ ‘আরে কেউ দেখবে না। এসো, একটা চুমো।’ ‘না না, খুব ঝামেলা হবে কেউ দেখে ফেললে।’ ‘আরে জলদি করে খাবো, কে দেখবে?’ ‘না না, কক্ষণো এভাবে আমি চুমো খেতে পারবো না।’ ‘আরে এসো তো, আমি জানি তুমিও চাইছো — খামোকা এমন করে না লক্ষ্মী!’ এমন সময় দরজা খুলে গেলো, বান্ধবীর ছোট বোন ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। চোখ ডলতে ডলতে সে বললো, ‘আপু, বাবা বলেছে, হয়তুমি চুমো খাও,নয়তো আমি চুমো খাই, নয়তো বাবা নিজেই নিচে নেমে এসে লোকটাকে চুমো খাবে —
কিন্তু তোমার বন্ধু যাতে আল্লার ওয়াস্তে ইন্টারকম থেকে হাতটা সরায়।’