রাতের অন্ধকার

প্রথমজন : রাত্রে বেলা আমরা সুর্য দেখি না কেন?
দ্বিতীয়জন : দেখবি কীভাবে! রাত্রে যে রকম অন্ধকার থাকে, তাতে কি সুর্য দেখা যায়!

রাজমুকুট

শিক্ষক : রাণী এলিজাবেথকে কোথায় রাজমুকুট পড়িয়ে দেওয়া হয়েছিলো?
ছাত্র : মাথায় স্যার।

ডাক্তারের সাজেশন

: ডাক্তার সাহেব, আমার ছেলে আমার কলম গিলে ফেলেছে তাড়াতাড়ি আসুন ।
: আপাতত পেন্সিল দিয়ে কাজ চালিয়ে নিন | আমি আসছি ।

আমার ডিম

ক্রেতা : এগুলো কার ডিম?
বিক্রেতা : আমার ডিম ।
ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম ।

 

খালি ট্যাক্সি

কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় ।
কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার,একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে ।