আয়না ভেবেছেন

ইন্টারভিউ দিতে একটি লোক বড় সাহেবের সামনে বসতেই বলে  উঠলেন আমার সামনে একটি বাদর বসেছে । লোকটি বললো আজ্ঞে মাফ করবেন – আপনি আমাকে একটি আয়না ভেবেছেন।

রেল দুঘটনা দেখবে

রেলের সিগন্যালম্যান পদের জন্য যুবক শিক্ষাথীর ইন্টারভিউর সময় প্রশ্ন করলেন
-আচ্ছা মনে কর একই লাইনে দুটো ট্রেন দু দিকে থেকে আসছে , তখন তুমি কি করবে?
– আমি তখন পয়েন্ট সিগন্যাল ঊঠিয়ে গাড়ি দুটো দাড় করার চেষ্টা করবো
– ঠিক বলেছে – ষ্টেশন মাষ্টার বলে কিন্তু মনে কর এমন কুয়াশা হয়েছে যাতে সিগন্যাল দেখায় যাচ্ছে না তখন কি করবে?
-আমি লাল পতাকা দেখিয়ে ট্রেন থামাবার চেষ্টা করবো
-কিন্তু তখন যদি রাত্রি হয় ?
– তাহলে আমি লন্ঠন নাড়াতে থাকব। প্রাথী উত্তর দিয়ে যাই ।
– কিন্তু ধরো তোমার লন্ঠনে তখন তেল নেই যুবকটি প্রশ্নকালে কাৎ করে ফেলবার জন্য পরীক্ষকের অসাধ্য সাধনায় প্রয়াস ।
– ধরো তোমার কাছে তখন দেশলাই নেই ।
– তাহলে আমি ছুটে গিয়ে আমার ছোট বোনটাকে ঘটনা স্থলে আনবো ।
– তোমার বোনকে কিসের জন্য ? – অবাক হয়ে জিজ্ঞেসা করলেন ।
– স্যার , আমার বোনের বহুদিনের সাধ , চোখের সামনে একটা বেশ বড় গোছের রেল দুঘটনা দেখবে ।

আমি বেশ টুপটাপ

এক ভদ্রমহিলা তিন তিনটে বিবাহযোগ্য কন্যা আছে । অপূব সুন্দরী কিন্তু তাদের প্রত্যোকের একটি মুদ্রাদোষ আছে । সেটা ট মাত্রা উচ্চারন করে কথা বলার । যেমন টুমি কোঠায়? সেজন্য পাত্রপক্ষ দেখতে আসবে বলে ঠিক করেছে । তাদের মা বললেন পাত্রপক্ষ দেখার সময় যেন কো কথা না বলে যা জবাব দেবার মাই দেবেন। যথাসময় পাত্রপক্ষ হাজির । মেয়ে তিনটি দেখার পর বললেন – আহা কি সুন্দর মেয়েগুলো । যেমন নাক , চোখ , তেমনি মেঘবরন চুল।

পাত্রপক্ষ চুলের প্রসংশা করতে হঠাৎ একটি মেয়ে ফস করে বললেন – টবু টো টুলে টেল দিইনি। দ্বিতীয়জন বলল- এই ডি ডি টুই যে বললি যে ? তৃতীয়জন বললেন- আমি বেশ টুপটাপ।

দ্বার খোলা

চাকরী প্রাথী এক যুবক কোন এক প্রতিষ্ঠানের মালিকের কামরায় ঢুকে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই প্রায় এক নিশ্বাসে নিজের নাম , বয়স, শিক্ষাগত যোগ্যতা , বর্তমান ঠিকানা, বাবার নাম , তার প্রতিভা মেধা , পরিশ্রম প্রিয়তা ইত্যাদি গড়গড় করে বর্ননা করে তারপর একটু দম নিয়ে বলল ভাগ্য বিড়ম্বিত এখন এক শিক্ষিত বেকার যুবকের জন্য আপনার প্রতিষ্ঠানের কি স্যার কোন দ্বার খোলা উন্মুক্ত নেই?
আছে মালিক খুব গম্ভির কন্ঠে বললেন দ্বার মানে দরজা তো? আছে দয়া করে যাবার সময় ওটা আস্তে করে বন্ধ করে দিয়ে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগকর্তা – আপনার শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার
নিয়োগকর্তা – বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি
অপর আবেদনকারী (পুত্র) – আজ্ঞে বি এস, সি , স্যার
নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) – আজ্ঞে এম, এস,সি
নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।
স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন
নিয়োগকর্তা – কেন? কেন ?
মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন
পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।
ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন