বিচি

এক লোকের তিনটি বিচি | সে এটা নিয়া খুবই চিন্তিত | লজ্জায় কাউকে বলতে পারছে না | উপায় না দেখে ডাক্তারের কাছে গেল |
লোক : লজ্জিত হয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি |

ডাক্তার : কি বলেন বুঝতে পারছি না |

লোক : আরে আপনার আর আমার মিলে ৫ টি |

ডাক্তার : কিছুই বুঝতে পারছি না | পরিস্কার করে বলুন |

লোক : উপায় না দেখে বলল, আপনার আর আমার মিলে ৫ টি বিচি ||

ডাক্তার : তাহলে কি আপনার ১ টি ??

লিপিস্টিক

স্বামী : তোমার এক মাসে এতো লিপিস্টিক  লাগে আমি ভাবতে পারি না, আর কারো এতো লাগে কিনা?

স্ত্রী : আরে  লিপিস্টিক অর্ধেকতো তোমার পেটেই যায় |

মরা পাখি উড়ে

মামা দেশের সেরা তিনজন শিকারির মাঝে নিজেকে একজন মনে করেন । একদিন ভাগ্নেকে নিয়ে মামা শিকারে গেলেন | একটি পাখি উড়ে যেতে দেখে ভাগ্নে বলল, মামা ঐ পাখিটি শিকার করো ।

মামা তার সকল প্রতিভা লাগিয়ে পাখিটার দিকে গুলি মারলো  কিন্তু নিরবে উড়ে গেল ।

ভাগ্নে বলল, মামা তোমার মতো শিকারি এটা মারতে পারলে না?

মামা বলল, ভাগ্নে আমি এখনোও বুঝতে পারছি না, মরা পাখি কিভাবে উড়ে !!

বাংলাদেশি এবং আমেরিকান

এক আমেরিকান এক বাংলাদেশি লোককে তার দেশে ডেকে নিয়ে ৪০ ফুট গরত কোরে এক টুকরা তার বের কোরে বলল দেখ আমাদের দেশ এ ৪০০ বছর আগে কেবল নেটওয়াক ছিল। তখন বাংলাদেশি তাকে বাংলাদেশে ডেকে ৪০ ফুট গরত কোরে বলল দেখ কিছু দেখতে পাও? আমেরিকান বলল না। তখন বাংলাদেশি তাকে বলল ৪০০ বছর আগে আমাদের দেশে ওয়ারলেস নেটওয়াক ছিল।

কেন নাঁভির নিচে পরি

এক ভদ্রলোক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছে।বন্ধু বাড়িতে নেই তাই বন্ধুর ৬বছরের ছেলের সাথে পড়াশোনা নিয়ে গল্প করছে।

বন্ধু: বাবু তুমি কি পড়?
বাবু: হাফ প্যান্ট পরি।
বন্ধু: না মানে কোথায় পড়?
বাবু: কেন নাঁভির নিচে পরি।