ভিক্ষুক বানিয়েছে

ভিক্ষুক :- স্যার.. ২০টা টাকা দেন.. কফি খাবো।

লোক :- কেন ?? কফি তো ১০ টাকা কাপ..

ভিক্ষুক :- স্যার, সাথে গার্লফ্রেন্ড আছে তো, তাই..

লোক :- ভিক্ষুক হয়ে গার্লফ্রেন্ড ও বানিয়েছ..

ভিক্ষুক :- জ্বী না স্যার.. গার্লফ্রেন্ডই বরং আমাকে ভিক্ষুক বানিয়েছে ।।

গিন্নি খালি টাকা চায়

১ম জন : বাড়িতে শান্তি নেই। গিন্নি খালি টাকা চায়।

২য় জন : কত টাকা ?

১ম জন : কোনো ঠিক আছে ? ১০০, ২০০, ৫০০, যখন যা ইচ্ছে।

২য় জন : বাপ্ রে !! এত টাকা নিয়ে কি করে ?

১ম জন : কি জানি, জানি না। দিই নি তো কখনো।

স্বামী আর স্ত্রী

একটি আন্তর্মহাদেশীয় ট্রেনে এক ব্যক্তি আর এক মহিলা একই কম্পার্টমেন্টে শোওয়ার জায়গা পেয়েছেন। প্রথমে কিছুক্ষণ উসখুস করলেও দুজনেই খুব ক্লান্ত থাকায় অল্পক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্থে আর ভদ্রমহিলা নীচের বার্থে।

মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভাংল। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন ” দেখুন কিছু মনে করবেন না , আমার এত ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে আমার সুটকেস থেকে একটা কম্বল বার করে আমায় দেবেন ?”

ভদ্রমহিলা উত্তরে বললেন ” আমার আরো একটা ভালো আইডিয়া আছে। আজকের রাতের জন্য মনে করি না আমরা স্বামী আর স্ত্রী?”

ভদ্রলোক খুব অবাক আর মনে মনে খুব খুশি হয়ে বললেন ” ওয়াও!!! দারুণ আইডিয়া!! তাহলে এখন আমার কি করা উচিত?”

“উঠুন আর নিজের কম্বল নিজে নিয়ে নিন।

নরক সত্যিই আছে

শোভা– বুঝলি সোমা,আমি সিদ্ধান্ত নিয়েছি অয়নকে বিয়ে করব না।

সোমা– সে-কি-রে,পাঁচ বছর ধরে প্রেম করলি,এখন বিয়ে করবি না কেন?

শোভা– জানিস,অয়ন একেবারে নাস্তিক।

সোমা– ও নাস্তিক তাতে তোর কি,তুই তো আর নাস্তিক নোস।

শোভা– ও নরক আছে বলে বিশ্বাস করে না।ভয়ানক ব্যাপার নয়?

সোমা– ঘাবড়াচ্ছিস কেন,বিয়েটা হতে দে।কয়েকদিনের মধ্যেই বাছাধন বুঝে যাবেযে,নরক সত্যিই আছে

আগুন দিস না।

সবাই: শামীম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।

শামীম: দেখিস, আমার ঘরে আবার সবাই: শামীম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
শামীম: দেখিস, আমার ঘরে আবার আগুন দিস না।