আমিনা বলে

হাইওয়ে তে বাসে এক দুধুর্ষ ডাকাত দল হামলা করেছে…

অনেক কে ধরে নানা প্রশ্ন করছে আর পছন্দ না হলে মেরে ফেলছে…

এক মহিলা কে ডাকাত সর্দার জিজ্ঞেস করলো “তোমার নাম কি?”
মহিলাঃ “আমিনা”
ডাকাত সর্দারঃ “আমার বোনের নাম ও আমিনা… তোমাকে ছেড়ে দিলাম”

এর পরের বসা লোককে জিজ্ঞেস করলো, “তোমার নাম কি?”
লোকটি উত্তর দিলো “মানুষ আমাকে আদর করে আমিনা বলে ডাকে”

আমি ঘোড়া

মরুভূমিতে এক গাধা আর এক হাবিলদারের মধ্যে দেখা হলো।।

গাধা জিজ্ঞেস করল, “তুই কে রে??”

হাবিলদার এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে গর্বের সঙ্গে বলল, “আমি মেজর জেনারেল!! তুই কে??”

গাধা এদিক ওদিক তাকিয়ে আশপাশে কেউ নেই দেখে বলল, “আমি ঘোড়া!!”

প্যান্টটি ও ধুতে হবে

মিলিটারিদের ” সাহস ” পরীক্ষা করছে তাদের প্রধান। এক মিলিটারিকে দূরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল। মিলিটারিটি একদম নড়ল না। লেবুটি ফেটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিল।

তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বলছে- ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুয়ে নিও’।
মিলিটারিটি বলল – ‘তাহলে আরোও ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুতে হবে’।

প্রেগন্যান্ট

স্ত্রী:একটা কথা বলবো মারবা নাতো?
স্বামী:কি কথা
স্ত্রী:আমি প্রেগন্যান্ট
স্বামী:এইটা তো খুশির সংবাদ,মারবো কেনো?
স্ত্রী:না মানে,বিয়ের আগে একবার আব্বারে কইছিলাম,কি মারটাই না দিলো!

কাজের মেয়ের ফেসবুক

গৃহকর্ত্রী: তুমি গত তিন দিন কাজে আসোনাই ক্যান??
কাজের বুয়া: আমিতো ফেসবুক এ স্ট্যাটাস দিসিলাম যে আমি বাড়ি যাচ্ছি…।
গৃহকর্ত্রী: ও’মা, তুমি ফেসবুক চালাও নাকি??
কাজের বুয়া: ক্যান, আপনি জানেন না? আপনার জামাইতো কমেন্টও দিসে – ‘miss u’!