যমদূতের লিস্ট

পাপ্পুর কাছে একবার যমদূত আসলো,বলল, “তোমার পরপারে যাওয়ার সময় হয়েছে”
পাপ্পু-“কিন্তু আমি এখন যেতে চাই না”

যমদূত-“কিন্তু আমার লিস্টের সবার উপরে তোমার নাম লেখা আছে”
পাপ্পু-“ঠিক আছে;তুমি একটু খেয়ে দেয়ে আরাম করো ;এরপর আমাকে নিয়ে যেও”

তো যমদূত খেয়ে দেয়ে আরামের একটা ঘুম দিলো।

পাপ্পু তখন যমদূতের লিস্ট থেকে উপরের নিজের নামটা কেটে দিয়ে সবার শেষে লিখে দিলো।

যমদূত যখন ঘুম থেকে উঠলো; বলল,”তোমার ব্যাবহারে আমি খুশি হয়েছি;এখন আমি লিস্টের নিচ থেকে শুরু করবো”

পরোটা ভাজি

আবুল সাহেব ও তার স্ত্রীর sex এর secret code হলো ” পরোটা ভাজি”
প্রতিদিন সকালে খাবার টেবিলে আবুল সাহেব, তার স্ত্রী ও তাদের ৫ বছরের বাচ্চা একসাথে খেতে বসে।
আবুল সাহেব প্রতিদিন সকালে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ” কাল রাতে কয়টা পরোটা ভাজলাম?”
তার স্ত্রী কখনো উত্তর দেয় ৩টা, কখনো ৪টা, কখনো ৫টা,৬টা,৭টা ।

একদিন সকালে তার স্ত্রী বলল ৫টা।
কিন্তু আবুল সাহেব বলল ৪টা।
তারা কিছুতেই এই বিষয়ে এঁকে অপরের সাথে একমত না।
এই নিয়ে তাদের মধ্যে মহা তর্ক শুরু।

তাদের ১৭ বছরের একটা কাজের ছেলে ছিল। তখন ছেলেটি খাবার টেবিলে নাস্তা দিতে দিতে বলল,” কাল রাতে খালুরে দুধ দিতে আপনাদের রুমে ঢুকছিলাম,ঢুইকা দেখি তাওয়া ( fry-pan) গরম আছে,তাই আমিও একটা পরোটা ভাইজা ফেলসি।”

বিকিনি পড়ে নাচছে

সিনেমায় নতুন নায়িকা বিকিনি পড়ে নাচছে।

পরিচালক আর প্রযোজক কথা বলছে…

প্রযোজক : নায়িকাটা তো জোস…… কাপড় যখন কমই পড়িয়েছেন তখন ঐটুকু রাখার দরকার কি ছিল?

পরিচালক মুচকি হেসে… “আরে ভাই, ঐটুকু না রাখলে ভিলেন এসে খুলবে কি?

মেয়ে গায়েব

একটা মাইয়্যা দরিয়ারপাড়ে লাফাইতাছে!
হঠাৎ মাইয়্যাডা গায়েব!
মুহুর্তেই একটা অন্ধকার ঘরে তারে পাওয়া গেল।
কিছু বুইঝা ওঠার আগেই একটা সাবানকে উলঙ্গ অবস্থায় দেখা গেল।
সাবান থেকা চক্ষু না ঘুরাইতেই দেখা যায় ঐ মাইয়্যাডারও একই অবস্থা !!
তারপরই ক্লাইমেক্স, টান টান উত্তেজনা!!
মাইয়্যা আর সাবানের মধ্যে তুমুল ঘষাঘষি!
ঘর ভর্তি ফেনা আর ফেনা!!
ফলাফল, মাইয়্যাডা এক মিনিটেরও কম সময়ে
“গোলাপী থেকা পিংকি” হইয়্যা গেল! 😛

এই হইল গিয়া আজকালকার “বিউটি সোপ” গুলার বিজ্ঞাপন!
যেইখানে সাবান বেঁচতাছে না মাইয়্যাডারে বেঁচতাছে ঐডা বুঝার কোনই উপায় নাই!!

ব্রা দিয়ে মুখ ডাকলাম

স্ত্রী : জানো আজ একটা বাজে জিনিস হয়েছে৷
স্বামি : কী?
স্ত্রী : আজ গোছল করে কাপড় বদলানোর সময় ভুলে সদর দরজা খোলা ছিল৷
স্বামি :>কী সর্বনাশ ৷ কোন সমস্যা হয়নিতো?
স্ত্রী : >সমস্যা হয়নি মানে৷ আমি কেবল ব্রা পরছি এমন সময় তোমার বন্ধু ঘরে ঢোকে! কি লজ্জার ব্যাপার বলতো?
স্বামি : তখোন তুমি কি করলা?(রাগত ও আশ্চর্য গলায়)
স্ত্রী : আমি আর কি করব৷ লজ্জায় ব্রা দিয়ে মুখ ঢাকলাম…..