সংক্ষিপ্ত রুপ

শিক্ষকঃ বলত ছাত্ররা “দুর্নীতি দমন কমিশন” এর সংক্ষিপ্ত রুপ কি হয়?
এক ছাত্রঃ স্যর দুদক।
শিক্ষকঃ গুড । আচ্ছা বলত, “চোর দমন কমিশন” এর সংক্ষিপ্ত রুপ কি হবে?
উত্তরটা আপনারা দিন।

নারী পরুষ সমান অধিকার

গতকাইল আমগো এলাকার আবুল মামা বিয়ার আসর ছাইড়া পলাইছিল!!
আইজকা সকালে প্রেস ব্রিফিং -এ উনারে আবিয়াইত্তা সাংবাদিকরা একই প্রশ্ন করেন:

“বিয়ের আসর ছেড়ে পালায় তো মেয়ে মানুষেরা! আপনি পুরুষ মানুষ হইয়েও এই আকামডা করতে পরলেন?
একটুও কি সাহস ছিল না আপনার??”

আবুল মামার বলিষ্ঠ জবাব :

“প্রথমত- নারী পুরুষ কোন ভেদাভেদ নাই!:-P
মানে সমান অধিকার আর কি।

দ্বিতীয়ত- সাহস ছিল বইলাই বিয়া করতে গেছিলাম!
আবার তার চেয়ে বেশী সাহস ফিরা পাইছিলাম বইলাই ঐখান থেকা পলাইছিলাম!!”

তৃতীয়ত- বিয়া করা যেমুন ফরজ তেমুন জান বাঁচানও ফরজ!!

পাগলের মেলা

এক পাগলাগারদে ডাক্তার আর পাগলের কথোপকথন :

পাগলা গারদে এক পাগল ছাদের সাথে দড়ি লাগিয়ে ঝুলছিল………..

এটা দেখে ডাক্তার বললঃ ওই তুই ঝুলিস কেন ?

পাগলঃ আমি তো বাল্ব!

ডাক্তারঃ তাইলে জলিস না কেন??

পাগলঃ আরে পাগল তুই কোন দেশে আছিস এইটা বাংলাদেশ, কারেন্ট পামু কই???

পারফেক্ট মেয়ে

চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক। একদিন একজন এর কারণ জিজ্ঞেস করল।
লোকটি বলল, সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
–তা একটিও পান নি?
–পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।

মাসিক আয়

: আমার মেয়েকে যে বিয়ে করতে চাও ওকে খাওয়াবে-পরাবে কী? তোমার মাসিক আয়টা কত শুনি।

: নিশ্চিত আয় মাসে হাজার খানেক, আর এদিক ওদিক করে….
: হাজার খানেক। জান আমার মেয়ে আমার কাছ থেকে মাসে হাত খরচই পায় এক হাজার টাকা।

: নিশ্চিত আয় বলতে আমি ওটাই মিন করছি।