যার যার ফোন ব্যবহার করি

ক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!

জান অলসতা কি?

পরীক্ষা চলতেছে …
প্রশ্নে যে রচনা আসছে ঐটার বিষয়ঃ ” অলসতা ”
এক মেধাবী ছাত্র প্রথম ১০ পৃষ্ঠা খালি রেখে …
… ১১ নম্বর পৃষ্ঠায় লিখে দিয়ে আসলো …

একেই বলে অলসতা।

প্রেম নিবেদন

এক ছেলে এক মেয়ে কেঃ “I LOVE YOU!!”
মেয়ে খেপে গিয়েঃ “মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার নাহ??”

ছেলেঃ “আসসালামু আলাইকুম, I LOVE YOU!!”

সারা রাত দেয়

সবাই রাতে দেয়, কেও সময় পেলে দিনেও দেয়, টানা ১ ঘন্টা আবার ২ ঘন্টা ও দেয়, কেও কেও সারা রাত দেয়, কেও আবার সকালেও দেয়! দেওয়ার সময় পুরা গরম হইয়া যায় । এভাবেই সবাই মোবাইল চার্জ দেয়! হে হে হে ।

ফ্রি এসে মেস

মেয়ে : জান আর না। এইবার ঘুমাতে দাও না। সারারাত তো করলা
ছেলে: আজকে কোনো থামাথামি নাই। সারারাত চলবে
মেয়ে: আর পারছিনা সোনা। আর কত?
ছেলে: এতেই TIRED হয়ে গেছ।মাত্র তো ২০০ বার করলাম
… মেয়ে: আজকের মত ছেড়ে দাও না জান:'(
ছেলে: OK.আর৫০ টা sms করবো। FREE SMS পাইছি শেষ করতে হবে তো।
2]এক লোক তার মেয়ের জন্য ললিপপ কিনে আনলো। মেয়ের বয়স৮ বছর।
বাবা : নে ধর। ললিপপ খা।
মেয়ে : কেন? আমি কী প্রভা নাকি যে ললিপপ খাবো??