মাছের মুখে হাসিনা-খালেদা

এক লোক একটি মাছ ধরল। বাসায় এসে পানি গরম করার জন্য পানির কল ছাড়ল, পানি নাই..চিন্তা করল, ভেজে খাবে। চুলা জ্বালাতে গেল, গ্যাস নাই…ভাবল, তাহলে ওভেনে রান্না করবে, দেখে কারেন্ট নাই…তখন ভেবে দেখল, তাহলে মাছ দিয়ে আর কী হবে। সে নদীতে গিয়ে ছেড়ে দিল মাছটাকে।
পানিতে পড়েই মাছটা চেঁচিয়ে উঠল, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘হাসিনা-খালেদা জিন্দাবাদ।

ইংলিশে এর অর্থ কি

বাবা তার ছেলে কে পড়াচ্ছিলেন। বাকি সবাই টিভি দেখছিলেন।

বাবাঃ মাথার ইংলিশ হেড, পা এর ইংলিশ লেগ, নাক এর ইংলিশ নোস, হাত এর ইংলিশ হ্যান্ড। এভাবে শরীর এর সব ইংলিশ পড়াচ্ছিলেন।

ছেলেঃ চিন্তিত হয়ে বাবা নুনুর ইংলিশ কি?

পাঁচমিশালী

একটি মুরগী তার বাড়ীর পাশের দোকান থেকে ডিম কিনতে গেল,
দোকানদার বলল ভিতরে আসো

ভিতরে যাওয়ার পর দোকানি প্রশ্ন করল,
তুমি আবার ডিম কিনতে আসছো কেন ? তুমি তো নিজেই ডিম পাড়তে পার !
মুরগী উত্তর দিলো, না। আমার হাসবেন্ড কইছে ডিম পাড়লে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তাই আমি ডিম পাড়ি না।

ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাই

নাতি: দাদু তুমি বিড়ি খাওয়া ছাড়লা কেমনে ??

দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
… নাতি: দাদু তুমি মদ খাওয়া ছাড়লা কেমনে??
দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
নাতি এইবার সাহস কইরা : দাদু তুমি না ঐ ড্যান্স বারের মেয়েটার সাথে ঘুরতা তারে ছাড়লা কেমনে ??? এইটাও কি

দাদু : আরে নারে , ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাইরে !!! :

বিয়ের আগে ও পরে

“বউ হইবো ফুলের মালা
না জানি সে কতো ভালা”

বিয়ের পরঃ
“বউ হইসে গায়ের জ্বালা
এখন বুঝি কতো ঠ্যালা”