এক লোকের তিনটি বিচি। সে এটা নিয়া খুবই চিন্তিত। লজ্জায় কাউকে বলতে পারছে না। উপায় না দেখে ডাক্তারের কাছে গেল ।
লোক : লজ্জিত হয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি।
ডাক্তার : কি বলেন বুঝতে পারছি না।
লোক : আরে আপনার আর আমার মিলে ৫ টা।
… ডাক্তার : কিছুই বুঝতে পারছি না। পরিস্কার করে বলুন।
লোক : উপায় না দেখে বলল, আপনার আর আমার মিলে ৫ টি বিচি।
ডাক্তার : তাহলে কি আপনার ১ টি ??
May 10
তিনটা বিচি
May 10
ডুকার আগে টাকা
স্বামী-স্ত্রী রতিক্রিয়ার সময়–
স্ত্রীঃ আজ তোমার কেমন লাগছে গো
স্বামীঃ দারুন লাগছে ডার্লিং… ইচ্ছে করছে তোমার ভিতর চিরদিনের জন্য ডুকে যাই।
বারান্দায় কাজের বুয়াঃ ডুকে যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে যাবেন।
May 10
ছেলে না মেয়ে
পার্কে পাশাপাশি বসে আছে দু জন।
একজন অন্যজনকে বলল, কী দিন কাল যে এল!আজকাল আর পোশাকআশাক দেখে চেনা যায় না- ছেলে না মেয়ে।ওই যে ওই মেয়েটিকে দেখেন।কে বলবে যে সে মেয়ে!
যে মেয়েটির কথা বলছেন ও কিন্তু আমারই মেয়ে।
দুঃখিত! আমি জানতাম না আপনি ওর বাবা ।
মাফ করবেন! আমি ওর বাবা নয় মা।
May 10
চেটে খাইচেটে খাই
এত্তটুকুন ছেলে তুমি এত বড় দোকান একা সামলাও!
হ্যাঁ ।
বৈয়মের লজেন্স, চকলেট,বিস্কুট এ- সব খেতে লোভ হয় না?
হ্য।খাই না। চেটে-চেটে রেখে দিই।
May 10
অন্ধকারে দেখা
জান মা আপু না অন্ধকারে দেখতে পায়।
কেমনে বুঝলি?
আমি শুনেছি অ-ঘরে অন্ধকারে আপা রফিক ভাইয়কে বলছে- এ কী! আজ শেভ কর নি?