সাহস পেলাম না।

জাজঃ আপনি বলেছেন আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুড়ে মারলেন?

স্বামীঃ জি।

জাজঃ তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুড়ে মারলেন আপনার দিকে?

স্বামীঃ  জি।

জাজঃ তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?

স্বামীঃ  যখন দেখলাম তারা দুজনেই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে তখন আর সাহস পেলাম না।

অ্যালফেবেটিক্যাল অর্ডারে

টাইটানিক ডুবে যাওয়ার পর মৃতদের তালিকা পেপারে ছাপা হলো । এক লোক সেটা পড়ে অবাক হয়ে ভাবলো–“এরা সবাই অ্যালফেবেটিক্যাল অর্ডারে মারা গেলো কীভাবে?”

জামা আটকে গেছে

ক্লাস চলেছে। এক ছাত্র পেসাব করতে বাইরে গেলো। ফিরে আসার সময় সে নিচু হয়ে রুমে ঢুকছে দেখে স্যার জিজ্জাস করলো, কিরে তোর কি হয়েছে?
ছাত্র বলল, স্যার আমি মাথা সোজা করতে পারছি না।
স্যার অবাক হয়ে গেলেন। ছেলেটা বাথরুমে গেল ভাল কিন্তু বাথরুম থেকে এসে সোজা হতে পারছে না। স্যার খুব চিন্তায় পরে গেলেন।

স্যার কি করবে বুঝতে না পেরে ছাত্রটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলো।
ডাক্তার অনেকক্ষন দেখে বললেনঃ আরে, এ দেখি তার শার্টের বোতাম প্যান্টে লাগিয়ে ফেলছে।

মাথা থেকে পায়ে

দুই ব্যবসায়ী কথা বলছে।
কি ভাই, ব্যবসা কেমন?
ব্যবসা তো মাথা থেকে পায়ে নামছে।
মানে?
আগে করতাম টুপির ব্যবসা এখন করি মোজার।

প্রসাব করার জায়গা দেখব

এক পার্টি সেন্টারে একটা ছেলে একটা মেয়েকে বলল এক্সকিউজ মি, প্রসাব করার জায়গাটা একটু দেখাবেন?
মেয়েটি বলল-
যা দুষ্ট কোথাকার আগে তোমারটা দেখাও তারপর আমারটা দেখাব