বড় র‍্যাপিং- পেপার

পাঁচ বছরের মেয়ে আর স্বামীকে নিয়ে বাবার দেওয়া নতুন বাড়িতে  উঠলেন মিসেস রত্না।

মেয়ে বলল, আম্মু এই বাড়িটা কার?

আমার। তোমার নানু এটা আমাকে গিফট করেছে।

এত বড়  র‍্যাপিং- পেপার নানু কোথায় পেল?

আমি বিয়ে করেছি।

তোমাকে সেদিন থ্যাবড়ামুখী, হাতির মতো মোটা একজন মহিলার সঙ্গে যেতে দেখলাম, মহিলাটি কে ?

যদি তুমি আমার স্ত্রীকে ব্যাপারটা না বল তাহলে বলতে পারি।

বেশ বলব না।

গত বছর ঐ মহিলাকে আমি বিয়ে করেছি।

১ এর ভিতর সব।

প্রথম বন্ধুঃ জানিস টগর এমন একটি মেয়েকে বিয়ে করেছে যে নাচ,গান,ছবি আঁকা, সাহিত্য,রাজনীতি,ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জানে, তার ওপর কবিতাও লেখে! বোঝ!

দ্বিতীয় বন্ধুঃ আহা টগরের কী ভাগ্য রে, তবে ভাগ্যিস ও নিজে  রাঁধতে জানে!

এক মাস শেষ হচ্ছে।

কী রে অমন মন মরা হয়ে বসে আছিস কেন?

আর বলিস না, বউ বলেছে মদ খাওয়া  না ছাড়লে এক মাস আমার সঙ্গে কথা বলবে না ।

বাঃ, এ তো বেশ ভাল কথা । এই এক মাস যত খুশি মদ খেতে পারবি।

আজই সে এক মাস শেষ হচ্ছে।

 

দাঁতের যন্ত্রনা।

কী রে ঘন্টু, তিনদিন ধরে তোর ভাইটা দাঁতের যন্ত্রনায় চিৎকার করছে, আর তুই কিছুই করছিস নি।

কে বলল করি নি! এই তো আমার দু’ কানে তুলো গুজে রেখেছি।