এক শয়তান বাচ্চা unknown নম্বরে ফোন করে….
এক লোক ফোনটা তোলে
লোক: হ্যালো !
বাচ্চা: উলু পুলু কুলু !
লোক: কেরে ?
বাচ্চা: একজন মানুষ
লোক: ঐটা জানি আমি , নাম বল ?
বাচ্চা: আমি এক নোংরা ছেলে !
লোক: তোর তো এইসি কি তেসি ! কোথায় থাকিস
তুই ?
বাচ্চা: পৃথিবীতে !
লোক: ঐটাও জানি আমি, ফোন কেন করছিস?
বাচ্চা: তোমাকে বিরক্ত করার জন্য!
লোক: দাড়া শালা ! তোর আব্বাকে ডাক! শয়তানের
বাচ্চা….তেরি মাকি আখ …..
বাচ্চা: হ্যালো আব্বা, আমি ছোট
May 27
উলু পুলু কুলু
May 27
আমাকে আমার মত থাকতে দিন
ক্লাশেঢুকে ঘুমিয়েপড়ল.
শিক্ষক: এই তুমি ঘুমাচ্ছ কেন?
ছাত্র: আমাকে আমার মত থাকতে দিন।
শিক্ষক: এমন করলেতুমি আর প্রথম
হতে পারবেনা।
ছাত্র: আমি নিজেকে নিজের
মতগুছিয়ে নিয়েছি।
ষক…………
শিক্ষক: তুমি এবারও কিন্তু
গণিতে ১০০ পাবেনা এমন করলে।
ছাত্র:যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই
থাক……. সবপেলে ব্যর্থ জীবন।
শিক্ষক: তাহলে তুমি এখন ক্লাশেমন
দিবে না?
ছাত্র: না….না না না..না….
না….না না না..না
May 27
তিন ইঁদুরের চাপাবাজি
তিন ইঁদুর নিজেদের বীরত্বের
চাপাবাজি করছে।
প্রথম ইঁদুর: জানিস, সেদিনআমি এক
বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি,
অথচ আমারকিছুই হয়নি।
দ্বিতীয় ইঁদুর: কিছুদিন
আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিল
ফাঁদটা ভেঙেবেরিয়ে এসেছি।
তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি।
বাড়ি ফিরে আবার
পোষা বিড়ালটাকে খাবার
দিতে হবে।
May 27
কপাল আর লুংগি
কপাল আর লুংগির মধ্যে মিল কোথায়?
.
উত্তরঃ দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে !!!
.
.
এবার বলুন দেখি,
কপাল আর লুংগির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ আরে ভাই, কপাল খুললেপৌষ মাস,লুংগি খুললে সর্বনাশ
May 24
কুড়ি আর বিশ।
হাবলু গেছে বাজারে দুধ বেচতে।
হাবলুর মা হাবলুকে বলছে, তুই দুধ কুড়িটাকায় বেচবি।
ক্রেতা : ঐ দুধ কত?
হাবলু : কুড়ি টাহা।
ক্রেতা : এর কম হবে না?
হাবলু : না,মা আমাকে কুড়ি টাকায় বেচতে কইছে।
ক্রেতা : আচ্ছা,তাহলে বিশ টাকাই রাখ।
হাবলু : বিশ টাকায় বেচমু না।
কুড়ি টাকা হলে লইতে পারেন..