পুরাই লুল

পরীক্ষার আগের রাতে এক ছাত্র
পয়সা দিয়ে টস করতেসে —
যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু
যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু
যদি খারায়া থাকে তাইলে গেইমস
খেলমু
.
আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে খোদার
কসম……সারা রাত পরমু

3 Idiots বাংলা + ফেইসবুক ভার্সন

আমির খানঃ- * হাসতেছে *
টিচারঃ- আপনি হাসছেন কেন ?
আমির খানঃ- অনেক দিন ধরে পেইজের
এডমিন হতে চেয়েছিলাম । হয়ে গেছি ।
এখন অনেক মজা লাগতেছে।:P
টিচারঃ- এত মজা নেওয়ার প্রয়েজন নেই
। বলেন , What is post ?
আমির খানঃ- Anything that is posted
on
Facebook is Post Sir..
টিচারঃ- Can you Please elaborate??
আমির খানঃ- স্যার , ফেইসবুকে মানুষ
যা দেয় তাই পোস্ট ।
ঘুরতে গেলে ফটো দেয় , ওই টা পোস্ট
স্যার । ম্যাচ দেখতে গেলে স্কোর দেয় ,
ওইটা পোস্ট স্যার। ক্যাটরিনার পিক
থেকে রোনালদোর কিক পর্যন্ত পোস্ট
স্যার ! সব কিছুই পোস্ট স্যার , এক
সেকেন্ডের মধ্যে
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট ।
লাইক – কমেন্ট।
টিচারঃ- হেই চাতুর । তুমি বল ?
চাতুরঃ- ” Pictures, texts or Videos
posted through Mobile or Tablet
or
laptop or desktop via Different
Operating system using Internet
on
Facebook is called a Post..
টিচারঃ- অসাধারণ !
আমির খানঃ- স্যার , আমিও তো তাই
বলছিলাম ! সহজ শব্দে !
টিচারঃ- সহজ শব্দে বলতে চাইলে অন্য
পেইজের এডমিন হন ।
আমির খানঃ- কিন্তু স্যার ……
টিচারঃ- Get out!
আমির খানঃ- কেন স্যার ?
টিচারঃ- সহজ শব্দে বের হয়ে যান ।
* আমির খান গিয়ে আবার
ফিরে এসেছে *
টিচারঃ- কি হয়ছে ??
আমির খানঃ- কিছু ভুলে গেছি স্যার ।
টিচারঃ- কি ??
আমির খানঃ- ” An Utility button given
us to protect our Private data.. i.e
pictures, messages or personal
Information for being stolen or
Used
for bad purpose byhackers or
anyone
else
টিচারঃ- কি বলতে চাও ??
আমির খানঃ- Log out , Log out স্যার
টিচারঃ- সহজ ভাষায় বলতে পারো না??
আমির খানঃ- একটু আগেই
চেষ্টা করেছিলাম , আপনার তো পছন্দ
হয় নি।

৫০০ বছর ধরে বোতলের মধ্যে

অল্পবয়সী একটি ছে
নির্জন
একটি রাস্তা দিয়ে হে
যেতে যেতে পথের
ধারে একটি খালি বোত
পরে থাকতে দেখল।
তারপর
যা করে অল্পবয়সীরা,
বোতলে মারলএক
লাথি।
‘হু হু হা হা হা’,
বিকাটাকৃতিএক
জ্বীন
বেরিয়েএসে বলল,
“আমি জ্বীন
৫০০ বছর
ধরে এই বোতলের
মধ্যে আছি, বল
তোর
কি চাই?”
ছেলেটি প্রথমে ঘাবরে গেলে
কথা শুনে তো ভীষণ
খুশী।
ভাবল,
এইতো আমারকপালখুল
এখন
তো যা চাইব, তা-ই পাব।
একটু
ভেবে ছেলেটিবলল, ”
কি চাই?
গুলশানে একটা বাড়ী চ
জ্বীন বলল,
“গুলশানে একটা বাড়ী?
হু হু
হা হা হা”। তার পরপরই
সজোরে একটি চড়
কষিয়ে দিল
ছেলেটির
গালে।
ছেলেটি তো হতবাক,
“চড়
মারলেন কেন?”
জ্বীন বলে,
“ব্যাটা গর্দভ,
গুলশানে একটা বাড়ীই
যদি করতে পারতাম,
তবে কি ৫০০ বছর
ধরে বোতলের
মধ্যে থাকতাম?

ফেসবুকিং করছি

স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা…কী মজা।’
সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও।’
শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, ‘আজকে আসো বাসায়। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধুবে।’
মায়ের কমেন্টে লাইক দিল বাসার কাজের লোক!

হাতিকে পেটানো

এক
পিঁপড়ে হাসিমুখে লাফাতে লাফাতে আসছে দেখে অন্য
এক পিঁপড়ে তাকে জিজ্ঞেস করল:
‘এত খুশি যে! ব্যাপার কী?’
‘আর বোলো না! সব জন্তু মিলে এক
হাতিকে বেদম পেটাচ্ছে।
মওকা পেয়ে আমিওদুই
ঘা লাগিয়ে দিয়েছি।’
পরদিন সেই একই পিঁপড়েকে গম্ভীর
মুখে আসতে দেখে অন্য
পিঁপড়াটি জানতে চাইল:
‘কী ব্যাপার ভায়া, মুখটা গম্ভীর যে!’
‘এক হাতিকে পেটানোর
কথা বলেছিলাম কাল, মনে আছে?
তো হাতিটা মরে গেছে। হত্যার
দায় চাপানো হয়েছে আমার ওপরে।’