স্যার আছেন

ছাত্র (ফোনে): hell0, স্যার আছেন?
স্যারের স্ত্রী: না। উনি গতরাতে মারা গেছেন।

২ মিনিট পর আবার সেই ছাত্র,
ছাত্র :- hell0, ভ?
স্যারের স্ত্রী: উনি গতরাতে মারা গেছেন।

২ মিনিট পর আবার
সেই ছাত্র,
ছাত্র :- hell0, স্যার আছেন?
স্যারের স্ত্রী: হারামজাদা তোকে আর কতোবার বলব যে তিনি মারা গেছেন??
ছাত্র: আবার বলেন। শুনতে ভাল লাগে..

তিন পিঁপড়া এক হাতি

একবার গভীর বনে তিন
পিঁপড়া বসে আড্ডা দিচ্ছিল ।এই
সময় তাদের
সামনে দিয়ে একটা হাতি হেঁটেযা
প্রথম পিঁপড়াঃ চল,
শালারে মেরে গুম করে ফেলি!
দ্বিতীয়
পিঁপড়াঃ আরে থাক,
মেরে ফেলার দরকার নেই ! এর
চেয়ে চল মেরে হাত
পা ভেঙ্গে দেই !
.
তৃতীয় পিঁপড়াঃ আরে থাক থাক !
মাফ কইরা দে ! আমরা তিনজন, আর
বেচারা একলা !

শত্তেন্দ্র নাথ দত্তের কবিতা

স্যার: ওই মোমিন ! … শত্তেন্দ্র নাথ
দত্তের ১টি কবিতা বল.. 😐

মোমিন :…(কিছুক্ষন চিন্তা
কইরা)

শত্তেন্দ্র নাথ দত্ত,
মাটির ভিতর গর্ত,
গড়তের ভিতর সাপ,
আরে বাপ রে বাপ..

নিশ্চিত হোন

দুই বন্ধু বন্দুক হাতে বনে গেলো শিকার করতে। হঠাৎ করে একটি গাছ ভেঙ্গে এক বন্ধুর উপরে পড়ল। অপর বন্ধু কি করবে বুঝতে না পেরে হাসপাতালে ফোন দিল। ডাক্তারকে বললো, আমার বন্ধু মনে হয় মারা গেছে এখন আমি কি করতে পারি?

ডাক্তার রোগীর অবস্থা বুঝবার চেষ্টা করলেন এবং বললেনঃ আপনি শান্ত হোন। আপনি আগে নিশ্চিত হোন যে সে মারা গেছে কিনা?

বন্ধুটি কিছুক্ষণ চিন্তা করল এবং কি করবে বুঝতে না পেরে হঠাৎ তার বন্দুক দিয়ে বন্ধুকে একটি গুলি করল এবং ডাক্তারকে বলল, এবার আমি নিশ্চিত সে মৃত, এখন বলুন কি করতে হবে?

কে পাবে সন্তান

এক দম্পতি সিন্ধান্ত নিলো তারা ডিবোর্স নিবেন কিন্তু তাদের একমাত্র সন্তান কে পাবে সেটা ফয়সলা করতে আদালতে গেল।
বিচারক, প্রথমে স্ত্রীকে বললেন, তিনি কেন ছেলেকে পেতে চান? স্ত্রী বললেন, “আমি ১০ মাস ধরে আমার সন্তানকে আমার গর্ভে ধারন করেছি। আমি আমার স্তন পান করিয়ে বড় করেয়েছি। আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি। সুতরাং সন্তানের অধিকার শুধুই আমার”

বিচারক মুগ্ধ হয়ে গেলেন এবং স্বামীকে বললেন যে তার কিছু বলার আছে কিনা?

স্বামী বললেন “আমরা যখন কোকাকোলা মেশিনে কয়েন ডুকাই তখন মেশিন থেকে কোক বেরিয়ে আসে। এখানে কার অবদান বেশী? কয়েন নাকি মেশিনের? এখন আপনিই বিচার করুন”