আদম
আলী বিদেশে গেছে।
বৌকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলো।
ওয়েটার অর্ডার
নিতে আসলো।
আদম আলী ভাবনায়
পড়ে গেলো।
অনেক
ভেবে চিন্তে বললো-
Sir. I beg to state that,
my father is seriously ill.
kindly grant me leave
after third period.
ওয়েটার ভাবলো,
খেতে আসছে যখন,
নিশ্চয় খাবার
চাইতেছে। সে তার
ইচ্ছামতো, খাবার
এনে দিলো।
এদিকে জামাইয়ের
প্রতিভা দেখে, বৌ সেই
রকম মুগ্ধ- ও আল্লাহ!
তুমি ইংরেজিতে কথা বলতে পারো?
আদম আলী ভাব
নিয়া বললোঃ-
আরে এখনো তো The Cow
শুনাই নাই।
Jun 03
আদম আলীর The Cow
Jun 03
ছোট্ট বাবুর চিঠি
ছোট্ট বাবু দাদীর কাছে চিঠি লিখতেছে
,
দাদীইইইইইইইই!!কেমন আছোওওওওওওও,
পিছনে আসে দাঁড়ালেন মা ,
মা বললেন : সেকি!এভাবে লিখতেছিস কেনো?
ছোট্ট বাবু : দাদী তো কানে কম শোনেন তাই চিৎকার করা বলতেছি!
Jun 03
কোলের বান্দরটাকে আমার কাছে দিয়ে যান
এক ভদ্র
মহিলা বাচ্চা কোলে নিয়ে বাসে চড়ল।
বাস চালক মুচকি হেসে বলল,
“বাচ্চাটি দেখতে কুৎসিত।”
মহিলা ভাড়া চুকিয়ে দিয়ে পিছনের
একটা সিটে গিয়ে বসল
এবং রাগে গজগজ
করতে লাগল।
মহিলাকে এমন করতে দেখে পাশের
সিটের
ভদ্রলোক জিজ্ঞেস করলো কি হয়েছে।
“বাস ড্রাইভাই আমাকে অপমান
করছে!”,
ভদ্রমহিলা উত্তর দিল।
সহানুভূতি দেখিয়ে ভদ্রলোক বলল,
“নাহ,
সে পাবলিক সার্ভেন্ট। প্যাসেঞ্জারদের
সাথে সে এরকম ব্যবহার
করতে পারে না।”
“ঠিক বলেছেন। আমার মনে হয়
ফিরে গিয়ে তাকে একটা উচিত
জবাব দিয়ে আসি।”
“ঠিক আছে, যান। তবে আপাতত
কোলের
বান্দরটাকে আমার কাছে দিয়ে যান।”
Jun 03
ম্মিরে ফোন দিতে গিয়া মাম্মিরে ফোন
একটা ছেলে ফোনে কথা বলছে :
ছেলে : ওউ পাম্মি মাই ডার্লিং ,
কেমন আছো ?
মেয়ে : কে বলছেন ?
ছেলে : ওউ জান্নু আমি তোমার
মজনু ! মেয়ে : তোর কন্ঠ তো চিনা চিনা লাগে . . . . তোর নাম
সজিব না ?
ছেলে : হ্যা জান্নু , চিনতে পারসো !
মেয়ে : তুই কি রহমান মিয়ার পোলা ?
ছেলে : হ্যা জান্নু ! মেয়ে : তুই কি আকবর মিয়ার নাতি ?
ছেলে : ( অবাক হয়ে ) তুমি এইটা কেমনে জানলা সোনা ?
মেয়ে : হারামজাদা , বেয়াদপ ,
আমি তোর মা ! তুই পাম্মিরে ফোন
দিতে গিয়া মাম্মিরে ফোন দিছস !!
Jun 01
৩ মাতালের গাড়ী চলা।
৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল
ড্রাইভার বোঝতে পারল
যে তারা মাতাল!!
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল
এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর
তাদেরকে বলল
যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে.
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ-
১ম মাতালঃ ধন্যবাদ.
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল
একটা থাপ্পর। ড্রাইভার মনে করল
যে লোকটা বোধ হয়
মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে.
তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস
করলঃ থাপ্পর মারলেন কেন??
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ
গাড়িচালায়! মাইরাই তো ফালাইছিলি