এক রাতের ভাড়া ৫,০০০

খুব লাজুক এক ছেলে এক রেস্টুরেন্ট এ
গিয়ে দেখল
এক খুব সুন্দরি মেয়ে একা বসে আছে সে সাহস
করে সেই মেয়ের কাছে গেল আর
বলল “ আপনি যদি কিছু মনে না করেন
আমি কি আপনার পাশে বসতে পারি??
মেয়ে চিৎকার করে উঠল “ আপনি আমাকে
কি মনে করছেন?? আমি আপনার
সাথে রাত কাটাবো !! ননসেন্স”
সাথে সাথে রেস্টুরেন্ট এর সবাই ছেলেটির
দিকে ঘুরে তাকাল আর সবাই কড়া চোখে তার
দিকে তাকাল সেটা দেখে ছেলেটি খুব ই বিব্রত
আর লজ্জিত হল
সে চুপচাপ গিয়ে অন্য এক টেবিল এ বসেপড়ল!!
কিছুক্ষণ পর মেয়েটি ছেলের কাছে গিয়ে
ফিস ফিস করে বলল“ আমি মনোবিজ্ঞানের
ছাত্রী
তাই বিভিন্ন বিব্রতকর পরিস্থিতিতে মানুষ
কেমন
আচরন করে সেটা নিয়ে গবেষণা করছি কিছু
মনে করবেন না !”
তখন ছেলে চিৎকার করে বলে
উঠলো “কি ??? ৫,০০০ টাকা…!!
তোমার মত মেয়ের
এক রাতের ভাড়া এত নাকি…!

আপনি যা বলেন

স্বামীঃ আজ বাসায় কি কি রান্না হবে?
স্ত্রীঃ আপনি যা বলেন।
স্বামীঃ আচ্ছা মাছ রান্না কর।
স্ত্রীঃ গতকাল ই না করলাম?
স্বামীঃ তাহলে সবজী রান্না কর।
স্ত্রীঃ বাচ্চারা পছন্দ করেনা।
স্বামীঃ তাহলে কিমা রান্না কর।
স্ত্রীঃ এটা তো আমি পছন্দ করিনা।
স্বামীঃ হুম পরোটা হলে কেমন হয়?
স্ত্রীঃ রাতে পরটা কে খাবে!
স্বামীঃ তাহলে আজ রান্নাটা হবে কি?
স্ত্রীঃ আপনি যা বলেন!

নিলামের তোতা

জামাল সাহেব নিলামে একটা তোতা কিনবেন। নিলাম শুরু হলো। জামাল দাম হাঁকালেন, ‘১০ হাজার টাকা।’
ভিড়ের মধ্যে চিকন গলায় কে যেন বলল, ‘৫০ হাজার টাকা।’
জামাল সাহেবের মেজাজ বিগড়ে গেল। ১০ হাজার থেকে ৫০ হাজার? কোন বড়লোকের ব্যাটা তোতাটা নিতে পারে, তিনি দেখে ছাড়বেন।
জামাল বললেন, ‘এক লাখ টাকা।’
চিকন গলা আবার বলল, ‘দুই লাখ।’
জামাল এবার খেপেই গেলেন। বললেন, ‘পাঁচ লাখ।’
কান পাতলেন, নাহ্, এবার আর কেউ পাল্টা দাম হাঁকাল না।
তোতাটা হাতে নিয়ে জামাল নিলামের সঞ্চালককে বললেন,
এটা কথা বলতে পারে তো? নইলে এত দাম দিয়ে কিনলাম কেন?’
নিলাম সঞ্চালক বললেন,
কথা বলতে পারে না মানে? আপনার কী মনে হয়? এতক্ষণ কে আপনার সঙ্গে পাল্টা দর হাঁকাচ্ছিল?’

Write Essays Quickly

As Storti and Bennhold-Samaan (80) documents within their Peace Corps Cross-cultural Workbook, the american-style might be more open in comparison to that of different civilizations. Kennedy was write essays quickly contesting for presidency inside the Usa of America. Independent of the small turmoil with Korea, “the prior decade were a period of time of unparalleled success.” The fresh creation had utter belief while in the government, plus they thought enthusiastic write essays quickly and talented. Continue reading

বিছানায় হিসু

স্যারঃ গোসল করে স্কুলে আসছ কে কে?
মেয়েরাঃ স্যার আমরা সবাই গোসল
করে আসছি।
স্যারঃ ছেলেরা গোসল করে আসো নাই?
ছেলেরাঃ না স্যার।
স্যারঃ কেন?
ছেলেরাঃ
স্যার, আমরা তো আর মেয়েদের
মত প্রতিদিন বিছানায় হিসু করিনা!
Girls Shockzz
Boys Rockzz