নতুন বউ জবাব নেই

বিয়ের পরদিন সকালের
নাশতায় রুটিতে কামড়
দিয়ে স্বামী বলল, ‘একি!
রুটিতে এটা কী লাগিয়েছ?’ নতুন বউ জবাব দেয়,
‘রুটি পুড়ে গেছিল তো, তাই
মাখনের বদলে স্যাভলন ক্রিম
মাখিয়ে দিলাম।
ভালো হয়নি খেতে?

ঐশ্বরিয়া রায়

আবুল একবার এক নদীর
পাড়ে একা বসে আছে।
হঠাৎ এক ইচ্ছে পূরণ করার দৈত্য
আসলো এবং বলল
“বল, তুই কি চাস?? আমি তোর
ইচ্ছে পূরণ
করে দিব!”
আবুল
খুশি হয়ে বললঃ “আমি ঐশ্বরিয়া রায়ক
আমাকে ঐশ্বরিয়া রায়কে এনে দাও।
দৈত্যঃ “কিন্তু, ঐশ্বরিয়ার
একেকটা শাড়ির দামই
তো লাখ টাকার উপরে!! খরচ
চালাতে পারবি??”
আবুল একটু ভেবে হতাশ
হয়ে বলল,”তাহলে,আর
কোনো উপায় নাই??”
দৈত্যঃ “আছে, সানি লিওন!! কাপড়
চোপড়ের
কোন খরচই নাই ।

গুরা গুরা

এক ছাত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে তার শিক্ষক জিজ্ঞাসা করছেন-

শিক্ষকঃ বল তো বাবা, Horse মানে কী?

ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn মানে কী?

ছাত্রঃ গুরা।

শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কী?

ছাত্রঃ গুরা।

শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি ‘গুরা’ নাকি?

ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা গুরা।

একটু বেশিই অশ্লীল!!!

তিন মহিলা গল্প করছে-
১ম মহিলা: রাতে যখন আমরা মজা করি তখন আমার স্বামী আমার নিচ দিয়ে পুরো হাত ঢুকিয়ে দেয়।

২য় মহিলা: এইটা কোন ব্যাপার হল? আমার স্বামীতো আস্ত পা’টাই ঢুকিয়ে দেয়।

দুই মহিলার কথা শুনে তৃতীয় মহিলা বিরক্ত হয়ে দুই হাত দিয়ে শাড়ী উপরে তুলে বলল, “এই শুনছ! একটু বেরিয়ে এসতো!”

আপনি ভূত

বল্টু আর হাবলু কবরস্থানে তাদের আত্মীয়ের
কবরে প্রার্থনা করে ফিরছিলো। এমন সময়
পাথরে পাথরে ঘষার কর্কশ আওয়াজ
শোনা গেলো। ভয়ে দুই বন্ধুর প্রাণ
যায় যায় অবস্থা। তাড়াতাড়ি কবরস্থান থেকে বের
হতে গিয়ে তারা দেখলো এক বৃদ্ধ কবরের নাম
ফলক ঘষছে। এই না দেখে দুই বন্ধুরভয়
কমে গেলো।
তারা বৃদ্ধকে বললোঃ আপনি আওয়াজ
করে আমাদের খুব
পাইয়ে দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম
আপনি ভূত।
বৃদ্ধ বললো,
আর বলো না। বোকার হদ্দ
মিস্ত্রী গুলো কবরের নাম ফলকে আমার
নামটা ভুল লিখেছে।